কে এই পরী মণি? কিভাবে উঠে এলেন?
কে এই পরী মণি? শামসুন্নাহার স্মৃতি থেকে পরী মণি হয়ে উঠেছেন কিভাবে? সিনেমার নায়িকা পরিচয় হলেও সিনেমার ক্যারিয়ার শুধুই ধূসর। খুব বেশি সিনেমা নেই। তবে রুপালি পর্দার এ নায়িকার আলোচনা আছে ব্যাপক। তাঁর বিপুল অর্থবিত্ত নিয়েও রয়েছে নানা মহলের প্রশ্ন। চলচ্চিত্রের চালচিত্রে নাম যতোটা আলোকিত করতে পেরেছেন ততটা আলোচিত নয়