সূর্যের চেয়ে বেশি তাপমাত্রা উৎপন্ন করছে চীনের কৃত্রিম সূর্য!
চীনের নকল সূর্য আসল সূর্যকে টেক্কা দিচ্ছে। যেখানে সূর্যের কেন্দ্রের উষ্ণতা দেড় কোটি ডিগ্রি সেলসিয়াস। সেখানে চীনের এই কৃত্রিম সূর্য উৎপন্ন করেছে ১২ কোটি ডিগ্রি সেলসিয়াস! যা সূর্যের কেন্দ্রের তাপমাত্রার ৮ গুণ! তবে সেটা ১০১ সেকেন্ডের জন্য। তবে স্বল্প সময়ের জন্য হলেও এই সাফল্য চমকে দিয়েছে সারা পৃথিবীর বিজ্ঞানীদের। খবর