স্বামীকে হত্যার পর বুকে ‘সরি জান, আই লাভ ইউ’ লিখে আত্মহ’ত্যা!

সাতক্ষীরায় স্বামীকে হত্যার পর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে স্ত্রী। শুক্রবার ভোররাতে (২৮ ফেব্রুয়ারি) সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের বোয়ালিয়া গ্রামে এক ভাড়াটিয়া বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- আবুল কালাম আজাদ (৪৫) ও তার দ্বিতীয় স্ত্রী নাজমিন (৩০)।

পারিবারিক দ্বন্দ্বের জেরে দ্বিতীয় স্ত্রী নাজমিন প্রথমে স্বামী আবুল কালাম আজাদকে শ্বাসরোধ করে হত্যা করেন। এরপর তার বুকের ওপর কলম দিয়ে লিখেন, ‘সরি জান, আই লাভ ইউ’। পরে নিজেও ফাঁস নিয়ে আত্মহত্যা করেন।

চিরকুটে লেখা ছিল- আমি সব কিছু শেষ করে দিলাম। আমি ২টা ৩১ মিনিটে মারছি, এবার আমিও মরছি। একা হলেও বাঁচব না, কারণ শারমিন ও তার পরিবার আমাকে শেষ করে দেবে। তাই আমরা দুইজন মরে গেলাম। এবার তোমরা সংসার কর ভালো করে। আর কেউ বিরক্ত করবে না। আমার ছেলে কষ্ট পাবে, তারপরও কালামের জন্য আমি সবাইকে কষ্ট দিলাম। তবুও সে আমাকে কষ্ট দিল, শয়তান একটা।’

সাতক্ষীরা সদর থানার ওসি শামিনুল হক বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। তদন্ত চলছে। ধারণা করছি, পারিবারিক দ্বন্দ্বের জেরে এমন ঘটনা ঘটেছে।

Full Video


ভালো লাগলে শেয়ার করুন

এটা দেখেছেন কি? দেখে নিন