প্রাক্তন শব্দটা আমার কাছে ভীষণ প্রিয়, তার সঙ্গে সুন্দর মুহূর্ত ছিল: প্রভা!

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা ব্যক্তিগত জীবনে নানা প্রতিকূলতার মধ্য দিয়ে চলেও অভিনয়ে অবিচল রয়েছেন। নিয়মিতভাবে তিনি বিভিন্ন নাটকে কাজ করে চলেছেন, তার অভিনয়ের প্রতি ভালোবাসা এবং সংকল্প স্পষ্ট।

দীর্ঘদিন ধরে পর্দায় একসঙ্গে কাজ করেছেন প্রভা ও অভিনেতা মনোজ প্রামাণিক। এই জুটি কাজের জন্য বারবার প্রেম-সম্পর্কের গুঞ্জন উড়িয়েছে মিডিয়াতে।

তবে কি বাস্তবে তাদের মধ্যে কোনো সম্পর্ক ছিল?

সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রভা জানান, “মনোজের সঙ্গে কখনোই প্রেম ছিল না। তবে মিডিয়ায় এ বিষয়টি প্রচলিত ছিল, যা আমাদের সম্পর্কের মাঝে বিভ্রান্তি তৈরি করেছিল। এতে আমাদের স্বাভাবিক সম্পর্কও কিছুটা ক্ষতিগ্রস্ত হয়।”

অন্যদিকে, প্রভার কণ্ঠে ছিল তার প্রথম প্রেম নিয়ে ক্ষোভের ছাপও। তিনি বলেন, “আমার জীবনের প্রথম প্রেমটাকে প্রাক্তন মনে করি না। আমি মনে করি, সে প্রাক্তন নয়, শত্রু। কারণ প্রাক্তন এতটা হিংস্র হতে পারে না! আমার কাছে যে অস্বস্তিকর, সে আমার প্রাক্তন হতে পারে না। এরপরও যাদের সঙ্গে আমার সম্পর্ক হয়েছে তাদের সঙ্গে আমার অনেক সুন্দর মুহূর্ত আছে। এতে গুণবান প্রাক্তনদের সঙ্গে আমি তাকে তুলনাই করতে চাই না।”

প্রভা আরও বলেন, “‘প্রাক্তন শব্দটা আমার কাছে ভীষণ প্রিয় একটা শব্দ। যে মানুষটার সঙ্গে খারাপ ঘটনা ঘটেছে বলেই তো সম্পর্কটা শেষ হয়েছে। তার সঙ্গে সুন্দর ঘটনাও কিন্তু আছে। ‘প্রাক্তন’ আমার কাছে সুন্দর একটা নাম। তার সঙ্গে সুন্দর মুহূর্ত ছিল। আমার জন্য রাতেরবেলায় দাঁড়িয়েছিল, এটা করেছে ওটা করেছে। অনেক সুন্দর সুন্দর স্মৃতি থাকে।”

আরো পড়ুন:

প্রভার ৯ মিনিট ১৮ সেকেন্ডের গোপন ভিডিও ছড়ালেন প্রেমিক!

এভাবেই প্রভা তার জীবনের নানা অভিজ্ঞতা ভাগ করে নিলেন, যা শুধুমাত্র তার অভিনয়ের পেশাতেই নয়, ব্যক্তিগত জীবনে তার উন্নতি এবং সংগ্রামের চিত্রও ফুটে ওঠে।

Full Video


ভালো লাগলে শেয়ার করুন

এটা দেখেছেন কি? দেখে নিন