পঞ্চম বিয়ে করায় স্বামীকে কুপিয়ে হ’ত্যা করলো চতুর্থ স্ত্রী!

চট্টগ্রাম মহানগরের হালিশহরে পঞ্চম বিয়ে করায় চতুর্থ স্ত্রীর হাতে মো. আলাউদ্দিন নামে এক ব্যক্তি খুন হয়েছেন। এ ঘটনায় স্ত্রী নুর জাহানকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।

শনিবার দিনগত রাত ৩টার দিকে হালিশহরের বসুন্ধরা আবাসিক এলাকার মর্জিনার মার কলোনির একটি ভবনে এ ঘটনা ঘটে।

নিহত মো. আলাউদ্দিন নোয়াখালী জেলার সোনাইমুরী থানার মতি অলম বাজার মইন উদ্দিনের ছেলে। তিনি হালিশহরের ওই এলাকায় ভাড়া বাসায় থাকতেন। স্ত্রী নুর জাহান নোয়াখালী মাইজদী পূর্ব মাইজচর এলাকার মৃত নুরুল ইসলামের কন্যা।

পুলিশ জানায়, আলাউদ্দিনের চতুর্থ স্ত্রী নুর জাহান। সম্প্রতি সময়ে আলাউদ্দিন আবারও বিয়ে করেছেন। এই ঘটনা জেনে ক্ষুব্ধ হন নুর জাহান। এর জের ধরে শনিবার দিনগত রাত ৩টার দিকে বাসার মধ্যেই ধারালো দা দিয়ে স্বামীকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেন তিনি।

ডিসেম্বরকে টার্গেট করে সংসদ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসিডিসেম্বরকে টার্গেট করে সংসদ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসি
হালিশহর থানার ওসি মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। একইসময় ঘটনাস্থলে থাকা আসামি নুরজাহানকে হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। এই বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Full Video


ভালো লাগলে শেয়ার করুন

এটা দেখেছেন কি? দেখে নিন