সব শঙ্কা কাটিয়ে হাইব্রিড মডেলে হতে যাচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফির এবারের আসর। যদিও এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়নি টুর্নামেন্টের সূচি ও ভেন্যু।
পাকিস্তানে খেলতে যেতে আপত্তি তোলায় ভারতের ম্যাচগুলো হবে নিরপেক্ষ ভেন্যুতে। ভারতের সংবাদ মাধ্যম রেভস্পোর্টজ জানিয়েছে, টুর্নামেন্টের দ্বিতীয় দিন অনুষ্ঠিত হবে ভারত-বাংলাদেশ লড়াই।
গুঞ্জন আছে, আগামী ১৯ ফেব্রুয়ারী শুরু হতে পারে চ্যাম্পিয়ন্স ট্রফি। দুই গ্রুপে ভাগ হয়ে টুর্নামেন্টে খেলবে মোট আটটি দল। ‘এ’ গ্রুপে বাংলাদেশের পাশাপাশি রয়েছে স্বাগতিক পাকিস্তান, ভারত ও নিউজিল্যান্ড। অন্য গ্রুপে রয়েছে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড ও আফগানিস্তান।
টুর্নামেন্ট শুরুর একদিন পর ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। সাম্প্রতিক সময়ে দুই দলের লড়াই মানেই বাড়তি উত্তেজনা। সেটা মাঠ ছাপিয়ে ছড়িয়ে পড়ে দুই দেশের সমর্থকদের মাঝেও। যদিও মাঠের খেলায় একক আধিপত্য ভারতেরই। তবে বাংলাদেশকে যে তারা খুব সহজে হারায় ব্যাপারটি এমনও না। কঠিন লড়াই করে টাইগারদের বিপক্ষে জিততে হয় তাদের।
আইসিসি ইভেন্টে একবারের বেশি ভারতকে হারাতে পারেনি বাংলাদেশ। ২০০৭ ওয়ানডে বিশ্বকাপে ভারতকে হারিয়েছিল টাইগাররা। এরপর প্রতিবারই হারের হতাশা নিয়ে মাঠ ছেড়েছে বাংলাদেশ।
টুর্নামেন্টে ২৪ ফেব্রুয়ারি রাওয়ালপিন্ডিতে আসরের দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে টাইগাররা। একই ভেন্যুতে ২৭ ফেব্রুয়ারি গ্রুপের শেষ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক পাকিস্তান।
গুঞ্জন আছে নিরপেক্ষ ভেন্যু হিসেবে দুবাই কিংবা কলম্বোকে বেছে নেওয়া হতে পারে । আগামী ৯ মার্চ পর্দা নামবে চ্যাম্পিয়নস ট্রফির। সবশেষ আসরে (২০১৭) ভারতকে একপ্রকার গুঁড়িয়েই চ্যাম্পিয়ন হয়েছিল পাকিস্তান।