আসন্ন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে স্কোয়াডে থাকছেন না দেশের চার শীর্ষ তারকা—নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, এবং তাওহীদ হৃদয়।
অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এখনও কুঁচকির চোট থেকে সেরে উঠতে পারেননি। টেস্ট সিরিজে তার বদলে নেতৃত্ব দিচ্ছেন মেহেদী হাসান মিরাজ। চোটজনিত কারণে তিনি ওয়ানডে সিরিজেও অনুপস্থিত থাকবেন। একই কারণে বাদ পড়েছেন অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম। আঙুলের চোটে ভুগছেন তিনি।
সাকিব আল হাসান মানসিক প্রস্তুতির অভাবে এই সিরিজ থেকে বিরতি নিয়েছেন। এ ছাড়া অনুশীলনের সময় চোটে পড়েছেন তাওহীদ হৃদয়। তার ইনজুরি গুরুতর না হলেও ওয়েস্ট ইন্ডিজ সফরের এই অংশে তাকে পাওয়া যাবে না।
ওয়ানডে দলে ফিরেছেন আফিফ হোসেন ধ্রুব। তিনি শেষবার জাতীয় দলের জার্সি পরেছিলেন ২০২৩ সালের ডিসেম্বরে। আর পারভেজ হোসেন ইমন ওয়ানডে দলে প্রথমবারের মতো জায়গা করে নিয়েছেন। এর আগে তিনি টি-টোয়েন্টি ফরম্যাটে ছয়টি ম্যাচ খেলেছেন।
পারিবারিক কারণে ছুটি পেয়েছেন পেসার মুস্তাফিজুর রহমান। তার অনুপস্থিতিতে দলে ফিরেছেন তানজিম হাসান সাকিব। এ ছাড়া লিটন দাস এবং হাসান মাহমুদও আবার ওয়ানডে দলে জায়গা পেয়েছেন।
সিরিজের তিনটি ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের সেন্ট কিটসে। প্রথম ম্যাচ হবে ৮ ডিসেম্বর, দ্বিতীয়টি ১০ ডিসেম্বর এবং তৃতীয় ও শেষ ম্যাচটি ১২ ডিসেম্বর।
বাংলাদেশের চূড়ান্ত স্কোয়াড
মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), লিটন দাস, তানজিদ হাসান, সৌম্য সরকার, পারভেজ হোসেন ইমন, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী, আফিফ হোসেন ধ্রুব, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, শরীফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, নাহিদ রানা।