কলেজ শিক্ষার্থী মোসারাত জাহান মুনিয়াকে ধর্ষণ ও হত্যার আসামিদের গ্রেপ্তার ও শাস্তি নিশ্চিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউসূসের হস্তক্ষেপ কামনা করেছেন তাঁর বড় বোন নুসরাত জাহান।
আজ মঙ্গলবার সকালে জাতীয় প্রসক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
নুসরাত জাহান অভিযোগ করেন, বসুন্ধরা গ্রুপের এমডি সায়েম সোবাহান আনভীরসহ হত্যায় জড়িতদের কাছ থেকে প্রভাবিত হয়ে ছাড় দিয়েছে তদন্তকারীরা। মামলা উঠিয়ে নেয়ার জন্য বিভিন্ন সময় আনভীর ও তাঁর অনুসারীরা তাঁকে টাকার প্রলোভন দিয়েছে।
মুনিয়া হত্যা মামলার আইনজীবী ব্যারিষ্টার এম সারওয়ার বলেন, রাষ্ট্র, তদন্তকারী কর্মকর্তা এমনকি আদালতকেও ম্যানেজ করে মামলা থেকে অব্যাহতি নিয়েছে সায়েম সোবাহান। মামলার তদন্তকারী কারা কারা ঘুষ নিয়ে মামলা প্রভাবিত করেছে তাও খুজে বের করার আহবান জানান তিনি।
নির্বাহী আদেশের মাধ্যমে মামলা পুনঃতদন্তের দাবি করা হয় সংবাদ সম্মেলনে।