হার্ট এটাক করেছেন খালেদা জিয়া, এনজিওগ্রাম করা হচ্ছে

হার্ট এটাক করেছেন খালেদা জিয়া, এনজিওগ্রাম করা হচ্ছে
হার্ট এটাক করেছেন খালেদা জিয়া, এনজিওগ্রাম করা হচ্ছে

হার্ট এটাক করেছেন বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন ডা. এ জেড এম জাহিদ হোসেন ।

শনিবার (১১ জুন) দুপুরে ডা শাহাবুদ্দিন ,মুমিনুজ্জামান, এ জেড এম জাহিদ হোসেনসহ মেডিকেলে বোর্ডের তত্তাবধায়নে এভার কেয়ার হাসপাতালে বেগম খালেদা জিয়ার এনজিওগ্রাম শুরু হয়েছে । এদিকে অসুস্থ হয়ে পুনরায় হাসপাতালে ভর্তি হওয়া খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা পর্যালোচনা করছে মেডিকেল বোর্ড।

৭৬ বছর বয়সী খালেদা অসুস্থ হয়ে পড়লে শুক্রবার রাতে তাকে ঢাকার বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাকে সিসিইউতে (ক্রিটিক্যাল কেয়ার ইউনিট) রাখা হয়েছে।

দণ্ডিত খালেদা জিয়া সরকারের নির্বাহী আদেশে দু্ই বছর ধরে মুক্ত থাকার মধ্যে এর আগেও হাসপাতালটিতে চিকিৎসা নিয়েছেন।

তার চিকিৎসার জন্য এভারকেয়ার হাসপাতাল বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে একটি মেডিকেল বোর্ড গঠন করে। সেই বোর্ডই আবার বৈঠকে বসতে যাচ্ছে।

খালেদা জিয়া বহু বছর ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন। এর মধ্যে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর মাঝেমধ্যেই তার শারীরিক পরিস্থিতি খারাপ হয়েছে, থাকতে হয়েছে হাসপাতালেও।

শুক্রবার রাতে গুলশানের বাসায় ফিরোজায় অসুস্থ হয়ে পড়লে খালেদাকে তার ছোট ভাই শামীম এস্কান্দারের গাড়িতে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

সুত্র- একাত্তর অনলাইন

Full Video


ভালো লাগলে শেয়ার করুন

এটা দেখেছেন কি? দেখে নিন