বায়ুদূষণের শীর্ষে গাজীপুর, সর্বনিম্ন মাদারীপুর

দেশের ৬৪টি জেলার মধ্যে বায়ুদূষণে শীর্ষে রয়েছে গাজীপুর। সর্বনিম্ন রয়েছে মাদারীপুর জেলা। এ ছাড়া ঢাকা জেলা দ্বিতীয় ও নারায়ণগঞ্জ তৃতীয় অবস্থানে রয়েছে।

বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্র (ক্যাপস) গবেষণার এই তথ্য তুলে ধরেন।

‘দেশব্যাপী ৬৪ জেলার বায়ুমান সমীক্ষা-২০২১’ শীর্ষক গবেষণার বিভিন্ন দিক তুলে ধরেন গবেষক দলটির প্রধান অধ্যাপক ড. আহমদ কামরুজ্জামান মজুমদার।

ক্যাপসের গবেষক দল গত বছরের ৬ জানুয়ারি থেকে ৬ এপ্রিল পর্যন্ত জেলা শহরগুলোতে এই গবেষণা করেন। সাত ধরনের ভূমির ব্যবহারের ওপর নির্ভর করে গবেষণাটি চালানো হয়। এতে ৩১৬৩টি স্থানের বস্তুকণা ২.৫ মান ধরে পর্যবেক্ষণ করে বৈজ্ঞানিক পদ্ধতিতে পর্যালোচনা চালানো হয়।

দূষণের দিক থেকে গাজীপুরে বায়ুমাণ প্রতি ঘনমিটারে ২৬৩ দশমিক ৫১ মাইক্রোগ্রাম, ঢাকায় ২৫২ দশমিক ৯৩ মাইক্রোগ্রাম, নারায়ণগঞ্জে ২২২ দশমিক ৪৫ মাইক্রোগ্রাম এবং সবচেয়ে কম মাদারীপুর ৪৯ দশমিক ০৮ মাইক্রোগ্রাম।

Full Video


ভালো লাগলে শেয়ার করুন

এটা দেখেছেন কি? দেখে নিন