প্রাপ্তবয়স্ক নারীর রক্তস্বল্পতার লক্ষণ

রক্তস্বল্পতা হলে দুর্বলতা, অবসাদ, শরীর ফ্যাকাশে হয়ে যাওয়া ইত্যাদি নানান রকম সমস্যা হয়। আজ আমরা একজন বিশেষজ্ঞ ডাক্তারের কাছ থেকে এ সম্পর্কে জানব।

এনটিভির নিয়মিত স্বাস্থ্যবিষয়ক অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিনের একটি পর্বে রক্তস্বল্পতা সম্পর্কে বলেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের হেমাটোলজি বিভাগের কনসালটেন্ট ডা. মাহবুবা শারমিন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডা. সামিউল আউয়াল স্বাক্ষর।

সঞ্চালকের এক প্রশ্নের জবাবে ডা. মাহবুবা শারমিন বলেন, প্রাপ্তবয়স্ক কোনও নারীর যদি এনিমিয়া বা রক্তস্বল্পতা হয়, ওটা আমাদের গভীরভাবে পর্যবেক্ষণ করতে হবে। তখন শুধু আয়রন ডেফিসিয়েন্সির ট্রিটমেন্ট দিলে হবে না। আমাদের দেখতে হবে আসলে কজটা কী। কারণটা ইভ্যালুয়েট করতে হবে। ক্যানসার (জরায়ুর) আছে কি না, বা যে কোনও ধরনের ক্যানসারের কারণে এনিমিয়া হতে পারে। থ্যালাসেমিয়া বা বংশগত রক্তস্বল্পতা, এ কারণে আমাদের হিমোগ্লোবিন কমে যেতে পারে। ওটাও আমাদের মাথায় রাখতে হবে।

ডা. মাহবুবা শারমিন আরও বলেন, রক্তস্বল্পতার উপসর্গগুলোর কথা যদি চিন্তা করি, প্রথমেই চেহারা ফ্যাকাশে হয়ে যাবে, কাজে মনোযোগ আসবে না, বুক ধড়ফড় করবে, দুর্বল লাগবে। প্রধানত আমাদের কাছে নারীরা আসে দুর্বলতা নিয়ে। নারীরা কিন্তু সহজে ডাক্তারের কাছে আসতে চায় না। যখন দেখা যায় হিমোগ্লোবিন লেভেল অনেক কমে গিয়েছে, যেমন ছয়-সাত, তখন কিন্তু একদম ফ্যাকাশে হয়ে যায়, কাজ করতে পারে না, তখন ডাক্তারের কাছে আসে। নয় বা দশ থাকলে ডাক্তারের কাছে সহজে আসে না।

Full Video


ভালো লাগলে শেয়ার করুন

এটা দেখেছেন কি? দেখে নিন