ভিডিওতে ঝড় তুললেন শ্রাবন্তী

বছর জুড়েই নানা ঘটনার জন্ম দিয়ে আলোচনায় থাকেন কলকাতার জনপ্রিয় নায়িকা শ্রাবন্তী চ্যাটার্জি। রোশান সিংয়ের সঙ্গে বিচ্ছেদের বিষয় তো রয়েছেই।

অন্যদিকে মাঝে রাজনীতির ময়দানে নাম লিখিয়েও ঝড় তুলেছিলেন। কিন্তু বিধানসভা নির্বাচনে জয় লাভ করতে পারেননি তিনি।এবার বাদশা ও আস্থা গিলের ‘ম্যায় পানি পানি হো গেয়ি’ গানে ভিডিও বানিয়ে নেট দুনিয়ায় ঝড় তুললেন শ্রাবন্তী।

রিল ভিডিওতে পিঠ খোলা পোশাকে দেখা গেছে শ্রাবন্তীকে। আর তার সঙ্গে বাদশা ও আস্থা গিলের সুপারহিট ‘ম্যায় পানি পানি হো গেয়ি’ গানে পোজ দিয়েছেন এই টলি সুন্দরী। নেটিজেনরা এই ভিডিও নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দিয়েছেন।

তৃতীয় স্বামী রোশান সিংয়ের সঙ্গে বিচ্ছেদ, ব্যবসায়ী অভিরূপ নাগ চৌধুরীর সঙ্গে প্রেমের গুঞ্জনের মাঝেই সম্প্রতি ছেলে ঝিনুক ও তার মডেল প্রেমিকা দামিনী ঘোষকে নিয়ে কাশ্মীর থেকে ঘুরে এসেছেন শ্রাবন্তী। এসব জানা যায় তার ইনস্টগ্রাম থেকে।

Full Video


ভালো লাগলে শেয়ার করুন

এটা দেখেছেন কি? দেখে নিন