‘আমার বাচ্চার আসল বাবাকে খুঁজে দেবেন?’

কলকাতার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত জাহানকে নিয়ে চর্চা থামছেই না। অন্তঃস্বত্ত্বা হওয়ার পর থেকেই আলোচনায় রয়েছেন। অনাগত সন্তানের আসল বাবা কে তা নিয়ে নেটিজেনদের আগ্রহের শেষ নেই। এরই মাঝে একটি মিম ঘুরছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে আবীর ও নুসরাতকে নিয়ে জল্পনা।

আনন্দবাজার ও জিনিউজ জানিয়েছে, ব্রাত্য বসুর ছবি ‘ডিকশনারি’তে জুটি বেঁধেছিলেন আবীর-নুসরাত। সম্প্রতি এই ছবির ওয়ার্ল্ড টেলিভিশন প্রিমিয়ার হয়েছে। তা থেকেই হয়ত মিমের কথা ভেবেছেন কেউ।

ছবিতে দেখা যাচ্ছে আবীর নুসরাতের দিকে চেয়ে রয়েছে, ‘আবীর নুসরাতকে জিজ্ঞাসা করছেন, বলুন আপনাকে কীভাবে সাহায্য করতে পারি, নুসরাত বলছেন আমার বাচ্চার আসল বাবাটাকে খুঁজে দেবেন ব্যোমকেশ বাবু।’
এই মিম চারিদিকে ছড়িয়ে পড়েছে। নেটিজনেরা বারবারই আক্রমণ করছেন নুসরাতকে।

Full Video


ভালো লাগলে শেয়ার করুন

এটা দেখেছেন কি? দেখে নিন