গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে প্রবাসী বাংলাদেশির মৃত্যু

সংযুক্ত আরব আমিরাতের শারজায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মাহবুব আলম আলফু (২৮) নামে এক প্রবাসী বাংলাদেশি মারা গেছেন। বিস্ফোরণে আহত হওয়ার পর টানা ৬ দিন মৃত্যুর বিরুদ্ধে লড়ে রবিবার স্থানীয় সময় সকালে তার মৃত্যু হয়।

মাহবুব কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের টাট্টিউলি গ্রামের মুহিব উল্লাহর ছেলে। ৮ বছর ধরে তিনি প্রবাসে আছেন, দেশে তার ২ বছর বয়সী একটি মেয়ে রয়েছে।বিষয়টি নিশ্চিত করে শারজায় ‘ওসমানী স্মৃতি পরিষদ ইউএই’ এর সভাপতি নজরুল ইসলাম লিটন বলেন, ‘২৪ মে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মাহবুব অগ্নিদগ্ধ হন। আহত অবস্থায় পুলিশ তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করান। টানা ৬ দিন মৃত্যুর বিরুদ্ধে লড়ে রবিবার স্থানীয় সময় সকালে তিনি মারা যান।

বর্তমানে মহামারীর কারণে বাংলাদেশের সঙ্গে বিমান চলাচল বন্ধ থাকায় লাশ দেশে পাঠানো না গেলে সংযুক্ত আরব আমিরাতেই দাফন করা হবে বলে জানা গেছে।

Full Video


ভালো লাগলে শেয়ার করুন

এটা দেখেছেন কি? দেখে নিন