দীঘি এখন বেশ সতর্ক

নতুন ছবিটা মুক্তির পরপরই সমালোচিত হতে হয় অভিনয়শিল্পী দীঘিকে। নতুন ছবিতে চুক্তি না করেও তাঁকে নিতে হয়েছে ছবি থেকে বাদ পড়ার মিথ্যা দায়। আগামী মাস থেকে নতুন একটি সিনেমার কাজ শুরু করতে যাচ্ছেন প্রার্থনা ফারদীন দীঘি। সিনেমায় চুক্তিবদ্ধ হওয়া, শুটিং, গল্প বাছাই নিয়ে আগে নানা কথা শুনতে হয়েছে তাঁকে। এখন তিনি এসব নিয়ে বেশ সতর্ক হয়েছেন।
পবিত্র ঈদুল ফিতরে টিভি প্রিমিয়ার হয়েছে দীঘি অভিনীত ‘তুমি আছ তুমি নেই’ সিনেমাটির। এই সিনেমা নিয়েই হয়েছিল ভীষণ সমালোচনা। এ ছবিতে অভিনয়ের জন্য অনেকেই ফেসবুকে বকা দিয়েছেন দীঘিকে। শুটিংয়ের আগেই অনেক বাঁকা কথা বলেছে অনেকে। সেসব দিনের কথা মনে করতে চান না দীঘি। তিনি জানান, ব্যক্তিগত কাজ ও বঙ্গবন্ধুর বায়োপিকে অভিনয়ের জন্য সিনেমাটি মুক্তির সময়ে দেখতে পারেননি। ঈদে ইউটিউবে মুক্তির পর সিনেমাটি দেখেছেন তিনি। দীঘি বলেন, ‘সবাই যতটা সমালোচনা করেছে, ছবিটা তত খারাপ হয়নি। আমার মোটামুটি ভালোই লেগেছে। সিনেমাটি আগে দেখা থাকলে তখন অনেকের কথার জবাব দিতে পারতাম। মাত্র কয়েক দিনেই ছয় মিলিয়ন মানুষ দেখেছে ছবিটি। তবে যা ঘটেছে, সেসব নিয়ে পরবর্তী সময়ে সতর্ক থাকব।’

নতুন উদ্যমে কাজ শুরু করতে যাচ্ছেন দীঘি। তাঁকে দেখা যাবে চলচ্চিত্র, এমনকি ওয়েব ফিল্মেও। তিনি বলেন, ‘আমার ওজন কিছুটা বেড়ে গেছে। শরীর একটু ফিট করে তারপর কাজে নামব। এ জন্য আরও দিন বিশেক সময় লাগবে। ওয়েব সিরিজ ও সিনেমার ব্যাপারে কথা হয়েছে। সবকিছু ঠিক থাকলে সেসব কাজের মাধ্যমেই আবার ফিরব।’

কাবুলিওয়ালা’, ‘১ টাকার বউ’, ‘চাচ্চু আমার চাচ্চু’সহ বহু ছবিতে অভিনয় করে প্রশংসিত ও পুরস্কৃত হয়েছেন তিনি। তিনবার পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। ২০০৬ থেকে ২০১২ সাল পর্যন্ত ৬ বছরে ৩৬টি চলচ্চিত্রে শিশুশিল্পী হিসেবে অভিনয় করেছেন দীঘি। দীর্ঘ বিরতির পর প্রাপ্তবয়সী দীঘি যোগ দিলেন নায়িকার চরিত্রে। নায়িকা হিসেবে তাঁর প্রথম ছবি ‘তুমি আছ তুমি নেই’ ও ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’। দীঘি জানালেন, শিগগিরই বিনা মূল্যে দেখার জন্য অনলাইনে মুক্ত হবে ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’ ছবিটি।

দীঘির অভিনয় নিয়ে আশাবাদী বিনোদন অঙ্গনের গুণীজনেরা। অনেকগুলো সিনেমায় অভিনয়ের অভিজ্ঞতা পরের সিনেমাগুলোতে কাজে লাগাতে চান তিনি। এমনকি নতুন সিনেমায় অভিনয়ের ক্ষেত্রেও বেশ সতর্ক থাকতে হচ্ছে তাঁকে। দীঘি বলেন, ‘সম্প্রতি তিনটি সিনেমায় অভিনয় করে অনেক রকম অভিজ্ঞতা হয়েছে। কিছু গল্প ভালো লেগেছে, কিছু কাজ সেই অর্থে ভালো লাগেনি। যে কারণে এখন গল্প, চিত্রনাট্য, সিনেমার নির্মাতা, পুরো শুটিং ইউনিট কেমন—এসব জেনেই সেগুলোতে যুক্ত হব। আমি খুব বেশি সিনেমায় কাজ করতে চাই না। বঙ্গবন্ধুর বায়োপিকের মতো একটি সিনেমা হলেই আমার চলবে।’

Full Video


ভালো লাগলে শেয়ার করুন

এটা দেখেছেন কি? দেখে নিন