পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বিয়ের প্রলোভনে বন্ধুর স্ত্রীকে দেড় বছর ধরে ধর্ষণের অভিযোগে থানায় মামলা করেছেন এক নারী। গতকাল রোববার রাত ১১টার দিকে মামলা হয়। এ ঘটনায় অভিযুক্ত খাদেমুল ইসলাম (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
খাদেমুল শালবাহান দাড়িয়াগছ গ্রামের ওয়াহেদ আলীর ছেলে।
মামলার সূত্রে জানা যায়, প্রায় দুই বছর আগে ভুক্তভোগী নারী তার স্বামীকে তালাক দেন। এর পর গত দেড় বছর ধরে খাদেমুলের সঙ্গে সম্পর্ক ছিল ভুক্তভোগী নারীর। তাকে বিয়ের প্রলোভনে এ সময় একাধিকবার ধর্ষণ করা হয়। তবে বিয়ের কথা বললে তালবাহানা করতে থাকেন খাদেমুল। সবশেষ গত শুক্রবার (১১ এপ্রিল) বিয়ের কথা বলে ভুক্তভোগী নারীকে বিয়ের কথা বলে বিকেলে মোটরসাইকেলে পঞ্চগড়ের দিকে নিয়ে যান এবং রাতে পঞ্চগড় থানাধীন বোর্ড বাজার নামকস্থানে নামিয়ে কৌশলে পালিয়ে বাড়ি যান গ্রেপ্তার যুবক। বিষয়টি বুঝতে পেরে ফিরে তেঁতুলিয়া মডেল থানায় ধর্ষণ মামলা করেন ওই নারী।
এ বিষয়ে তেঁতুলিয়া মডেল থানার ওসি মুসা মিয়া বলেন, মামলার পর তথ্যপ্রযুক্তির সহযোগিতায় আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে পাঠানো হয়েছে।
