দক্ষিণ আমেরিকার দেশ ইকুয়েডরের গুয়াকিল শহরের একটি কারাগারে দুই গ্রুপের ভয়াবহ সংঘর্ষে কমপক্ষে ১৫ জন কারাবন্দি নিহত এবং ১৪ জন আহত হয়েছেন। গতকাল বিবিসির এক সংবাদমাধ্যমের বরাত দিয়ে এ খবর জানা যায়। ইকুয়েডরের জেল সার্ভিস এসএনএআই বলেছেন যে, গুয়াকিলের এল লিটোরাল কারাগারে মঙ্গলবার ভোররাতে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে যে, নিরাপত্তা কর্মীরা অনেক চেষ্টার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে এবং এখন কারাগারে কঠোর তল্লাশি চালাচ্ছে। এল লিটোরাল কারাগারে এর আগেও বন্দিদের মধ্যে সহিংস সংঘর্ষের ঘটনা ঘটেছে, যার মধ্যে সবচেয়ে ভয়াবহ ছিল ২০২১ সালের সেপ্টেম্বরে সংঘটিত একটি সংঘর্ষে, যেখানে ১২০ জনেরও বেশি বন্দি প্রাণ হারান।
এল লিটোরাল কারাগারের আশেপাশে বসবাসকারী মানুষজন ভোররাতে গোলাগুলির শব্দ শুনেছেন বলে জানিয়েছেন এবং কারাগারের ওপরে হেলিকপ্টার এবং পুলিশের বিশেষ ইউনিটের উপস্থিতি দেখেছেন।
কারাগার কর্তৃপক্ষ এখনো নিহতদের সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করেনি বলে জানা গেছে এবং এই সংঘর্ষের সঠিক কারণ জানার জন্য তদন্ত চলছে। এই কারাগারে ইকুয়েডরের অন্যতম সহিংস কিছু গ্যাং সদস্য বন্দি রয়েছে, যারা প্রায়ই কারাগারের ভেতর থেকেই তাদের অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করে এবং কারাগারের কর্মীদের ভয় দেখিয়ে রাখে।