শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে অবশেষে বাংলাদেশের জয়! শান্ত মাঠে ছিলেন না। শান্তর পরিবর্তে অধিনায়ক মিরাজ, অধিনায়ক হয়ে ম্যাচ জিতে বিশ্বরেকর্ড গড়লেন মিরাজ। তার অধিনায়ক হওয়ার ইচ্ছা টা আরও বাড়লো। শান্ত মাঠ থেকে কিছু সময়ের জন্য ফিরলে ঠিক তখনি তাকে অধিনায়কের দায়িত্ব নিতে হয়।
সিরিজের প্রথমবারের মতো এই মাঠে ওয়ানডেতে জয়ের দেখা পেয়েছে বাংলাদেশ দল। সিরিজের ১ম ম্যাচে আফগানদের বিপক্ষে ব্যাটিং ধসের পর এই ম্যাচে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, বদলি হিসেবে নামা জাকের আলী অনিক ও বোলারদের অসাধারণ পারফরম্যান্সে ৬৮ রানের জয় তুলে নিয়েছে লাল-সবুজের দল। এই জয়ে তিন ম্যাচের সিরিজে ১-১ সমতায় ফিরেছে বাংলাদেশ। আগামী ১১ তারিখের ম্যাচটি হবে সিরিজ নির্ধারণী।
শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে ধীরগতির উইকেটে বাংলাদেশ তুলেছিল ২৫২ রানের স্কোর, রান কম হলেও যা প্রতিদ্বন্দ্বিতামূলক মনে হচ্ছিল। তাসকিন আহমেদের তাড়াতাড়ি গুরবাজকে আউট করার পর আফগানিস্তানও অনেকটা চাপে পড়ে। তবে সেদিকুল্লাহ আতাল ও রহমত শাহ কিছুটা প্রতিরোধ গড়ে তুললেও নাসুম আহমেদ ও মেহেদী হাসান মিরাজের স্পিন আক্রমণে আবারও ম্যাচে ফেরে বাংলাদেশ। খেলার মোড় ঘুরে যায়।
মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম এবং মিরাজের বল সুইং, বৈচিত্র্য ও কৌশলে বারবার আফগান ব্যাটসম্যানদের বিভ্রান্ত করেছে। শেষ পর্যন্ত রশিদ খানসহ আফগানিস্তানের ব্যাটিং লাইনআপ ভেঙে পড়ায় বাংলাদেশ জয় নিশ্চিত করে নাসুমের শেষ ওভারে।