বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা স্পিনার মোহাম্মদ রফিক। ক্রিকেট থেকে অবসরের পর ক্রিকেট নিয়ে কাজ করছেন। দেশের ঘরোয়া লিগ ছাড়াও বিপিএলেও কোচের ভূমিকায় দেখা গেছে তাকে। কিন্তু বিসিবিতে উপেক্ষিতই থেকেছেন তিনি। বিসিবি একাধিকবার তার সঙ্গে কাজ করার কথা বললেও শেষ পর্যন্ত কিছুই হয়নি। যার জন্য আক্ষেপ রয়েছে সাবেক এই ক্রিকেটারের।
দেশ এখন পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছে। ক্ষমতার পালাবদলে স্বাভাবিকভাবে পরিবর্তন আসতে যাচ্ছে ক্রিকেট বোর্ডেও। আর নতুন বোর্ডে যদি রফিককে কাজ করার সুযোগ দেওয়া তাহলে সেটি আনন্দের সঙ্গেই গ্রহণ করবেন বলে জানিয়েছেন তিনি।
রফিক বলছিলেন, ‘আমরা তো ৯০ সাল থেকে বোর্ডের সাথে আছি। ৯০ সালে যে হাহাকার ছিল এখনো সেই হাহাকার চলছে। যারা বোর্ডে বসবে তারা যদি মনে করে যে আমরা যারা সাবেক খেলোয়াড় আছি আমাদের এখন প্রয়োজন। যেমন আমি আছি, পাইলট আছে, ফাহিম ভাই আছে বিকেএসপির, বুলবুল আছে যদি মনে করে যে আমাদের দরকার এই সময় আমরা দেশের হয়ে কাজ করার জন্য প্রস্তুত আছি।’
আমাকে মাঠে কাজ দেন আমি এসির ভেতর থাকতে চাই না। আমি মাঠের লোক আমি মাঠে থাকতে চাই। আমার টাকা লাগবে না এখন যে অবস্থা টাকা লাগবে না। যারা নতুন অবস্থায় আসবে তাদের সাথে আমরা আছি যদি আমাদের দরকার মনে করে।
অনেকবারই গণমাধ্যমে শোনা গেছে রফিককে কাজে লাগাতে আগ্রহী বিসিবি। তবে বাস্তবে তেমন কিছু ছিল না বলে জানালেন রফিক, ‘কোনো অনুষ্ঠানে দেখা হলে বলতো যে, হ্যাঁ রফিক আসো। তারপর আর কোন কথা বলতো না, তারা তো ওখানে বলে যেত। আর আমি এরকম একটা ব্যক্তি আমি দুই নম্বারি পছন্দ করি না। সত্য মিথ্যা কথা কেন বলব, আমি কেন মিথ্যা কথা বলবো বলেন।’
এখন কাজ করার সুযোগ থাকলে কোনো চিন্তা ছাড়াই প্রস্তুত আছেন বলে জানালেন রফিক, ‘আলহামদুলিল্লাহ আমাকে মাঠে কাজ দেন আমি এসির ভেতর থাকতে চাই না। আমি মাঠের লোক আমি মাঠে থাকতে চাই। আমার টাকা লাগবে না এখন যে অবস্থা টাকা লাগবে না। যারা নতুন অবস্থায় আসবে তাদের সাথে আমরা আছি যদি আমাদের দরকার মনে করে।’
রফিকের চাওয়া তবুও ক্রিকেট বেঁচে থাকুক, ‘ইনশাআল্লাহ, ১৯৯০ সালে যখন বোর্ডের কিছু ছিল না তখনও বোর্ডের সাথে ছিলাম। এখন যা খারাপ অবস্থা আমি রফিক আছি, খালেদ মাসুদ পাইলট আসবে, ফাহিম ভাই আসবে। এরকম কোচ বা যারা আছে ইমরান ভাই আসবে। আমাদের টাকা দরকার নেই, আমরা দেশের ক্রিকেটের সাথে আছি। আমরা চাই দেশের ক্রিকেটটা বেঁচে থাকুক।’