মোহাম্মদ আশরাফুলের বিশাল চমক ৪৪৬ রান করে বিসিবিকে চমকে দিলেন!


মোহাম্মদ আশরাফুল বাংলাদেশ ক্রিকেটের প্রথম সুপারস্টার । টানা ১১ বছর ধরে বাংলাদেশে জাতীয় দলের বাইরে তিনি। এখন তার জাতীয় দলের হয়ে ফেরার আর কোনো সম্ভাবনা নেই। কারণ বাংলাদেশের ক্রিকেটে এমন কোনো রেকর্ড নেই। যেখানে ভালো খেলেও বাংলাদেশ জাতীয় দল থেকে বাদ পড়তে হয়েছে মুশফিক রহিম, তামিম ইকবাল ও রিয়াদদের। যেখানে মোহাম্মদ আশরাফুলের জাতীয় দলে ফেরার কোন সম্ভাবনা নেই।

কিন্তু এত কিছুর পরও ক্রিকেট থেকে দূরে থাকতে পারছেন না তিনি। কারণ ক্রিকেট তার রক্তের শিরায় মিশে আছে। সে কারণে বিদেশের বিভিন্ন বিভাগে খেলছেন তিনি। বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা এখনো আশরাফুলকে বাংলাদেশ জাতীয় দলের জার্সি পরতে দেখতে চায়।

মোহাম্মদ আশরাফুল ইংল্যান্ডের ডিভিশন ১-এ ল্যাশিং ওয়ার্ল্ডের হয়ে খেলছেন। পোর্টসমাউথ ক্রিকেট ক্লাবের হয়ে মৌসুমের প্রথম শতক করেন তিনি। ইংল্যান্ড সাউদার্ন লিগ ডিভিশন ওয়ানে ওয়াটারলুভিলের বিপক্ষে তিনি ১১৫ রান করেন। মোহাম্মদ আশরাফুল এখন পর্যন্ত ৭ ম্যাচে ৪ হাফ সেঞ্চুরি ও ১ সেঞ্চুরির সাহায্যে ১১২ রান করেছেন ৪৪৬ রান।

এক নজরে দেখেনিন আশরাফুলের স্কোর গুলো–

১। ১ম ম্যাচ – ৬৪ রান (আউট)

২। ২য় ম্যাচ – ২৩ রান (অপরাজিত)

৩। ২য় ম্যাচ – ৭৫ রান (অপরাজিত)

৪। ৪র্থ ম্যাচ – ৩৪ রান (আউট)

৫। ৫ম ম্যাচ – ৬৯ রান (আউট)

৬। ৬ষ্ঠ ম্যাচ – ৬৬ রান (অপরাজিত)

৭। ৭ম ম্যাচ – ১১৫ রান (আউট)

Full Video


ভালো লাগলে শেয়ার করুন

এটা দেখেছেন কি? দেখে নিন