৫ ব্যাটার, ৩ পেসার ও ৩ স্পিনার নিয়ে নেপালের বিপক্ষে ম্যাচের জন্য একাদশ ঘোষণা করলো বাংলাদেশ!


চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইটের খুব কাছে আছে বাংলাদেশ। ইতিমধ্যে বিশ্বকাপে তিন ম্যাচ খেলে দুই জয় তুলে নিয়েছে বাংলাদেশ। পয়েন্ট টেবিলে দুই নম্বরে আছে টাইগাররা। গ্রুপ পর্বে বাংলাদেশ নিজেদের শেষ ম্যাচে নেপালের বিপক্ষে মাঠে নামবে শান্ত বাহিনী। এই ম্যাচে জিতলে সুপার এইটে যেতে আর কোনো বাধা থাকবে না বাংলাদেশের। তবে না জিতলেও সুপার এইটে যাওয়া সম্ভাবনা থাকবে বাংলাদেশের।

এখন ভক্তদের মনে একটাই প্রশ্ন এমন গুরুত্বপূর্ণ ম্যাচে কেমন হবে বাংলাদেশের সেরা একাদশ। বাংলাদেশের টপ অর্ডার ব্যাটাররা ফর্মে নেই। যা চিন্তায় ফেলেছে টিম ম্যানেজমেন্টকে। নেপালের বিপক্ষে বাংলাদেশ সময় সকাল ৫টা ৩০ মিনিটে মুখোমুখি হবে শান্ত বাহিনী।

নেপালের বিপক্ষে ওপেনিংয়ে দেখা যাবে তানজিদ হাসান তামিম ও নাজমুল হোসেন শান্তকে। তিন নম্বরে ব্যাটিংয়ে আসবেন লিটন দাস। চারে ব্যাটিংয়ে আসবেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। পাঁচে ব্যাটিংয়ে আসবেন ছন্দে থাকা তাওহীদ হৃদয়।

৬ নম্বরে ব্যাটিংয়ে আসবেন বাংলাদেশের সর্বকালের সেরা ফিনিসার মাহমুদউল্লাহ রিয়াদ। ৭ নম্বরে দেখা যাবে তরুন ব্যাটার জাকের আলী অনিককে। ৮ নম্বরে ব্যাটিংয়ে আসবেন রিশাদ হোসেন।

স্পিন বিভাগে সাকিবের সাথে দেখা যাবে রিশাদ হোসেন ও মাহমুদউল্লাহ রিয়াদকে। পেস বিভাগ সামলাবেন তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব অথবা শরিফুল ইসলাম।

নেপালের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য সেরা একাদশ:

তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত(অধিনায়ক), লিটন দাস, সাকিব আল হাসান, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব/শরিফুল ইসলাম।

Full Video


ভালো লাগলে শেয়ার করুন

এটা দেখেছেন কি? দেখে নিন