সূর্যের চারপাশে বিরল রংধনু বলয় ঘিরে তুমুল শোরগোল

সূর্যের চারপাশে বৃত্তাকার রংধুন বলয় ঘিরে তুমুল আলোচনা শুরু হয়েছে। ভারতের দেরাদুনে স্থানীয় সময় রোববার বিকেলে এই বিরল বলয় দেখা যায় বলে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে।

স্থানীয়রা অস্বাভাবিক এই দৃশ্য নিজেদের মোবাইল ফোনে ধারণ করে সামজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন। বিরল এই দৃশ্য চোখের পলকে ভাইরাল হয়।

এই দৃশ্য অবশ্য বিরল। সূর্যের বলয় বা ‘২২ ডিগ্রি বলয়’ প্রায় ২২ ডিগ্রি ব্যাসার্ধে সূর্য বা চাঁদকে ঘিরে থাকা রংধনুর মতো দেখা যায়।

বায়ুমণ্ডলে স্থির থাকা লক্ষাধিক ষড়ভুজ বরফের স্ফটিকগুলোতে সূর্যালোকের প্রতিসরণের কারণে এই বিরল দৃশ্য মানুষের দৃষ্টিগোচর হয় বলে ভারতের স্থানীয় আবহাওয়া কেন্দ্রের পরিচালক বিক্রম সিং বলেছেন।

Full Video


ভালো লাগলে শেয়ার করুন

এটা দেখেছেন কি? দেখে নিন