রাজবাড়ীর গোয়ালন্দের পদ্মা নদীতে ২১ কেজি ওজনের একটি পাঙ্গাস মাছ ধরা পড়েছে। মাছটি সাড়ে ৩১ হাজার টাকায় বিক্রি হয়েছে।
মঙ্গলবার বিকালে দৌলতদিয়ার ৭ নাম্বার ফেরিঘাট এলাকায় জেলে মানিক হালদারের জালে পাঙ্গাসটি ধরা পড়ে।
৫ নাম্বার ফেরিঘাটের মৎস্য ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ বলেন, ২১ কেজির পাঙ্গাসটি উন্মুক্ত নিলামের মাধ্যমে বিক্রি হয়েছে। প্রতি কেজি ১৪০০ টাকা দরে সাড়ে ২৯ হাজার টাকায় মাছটি কিনে নিয়েছি। পরে ঢাকার এক ব্যবসায়ীর কাছে সাড়ে ৩১ হাজার টাকায় মাছটি বিক্রি করেছি।
গোয়ালন্দ উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা রেজাউল শরীফ যুগান্তরকে বলেন, বর্তমানে পদ্মা নদীতে জেলেদের জালে বড় বড় মাছ ধরা পড়ছে।