আমি পেটে বাচ্চা নিয়ে আড়ালে থাকা নায়িকা না: বর্ষা

ঈদুল আজহা উপলক্ষে (১০ জুলাই) মুক্তি পেয়েছে চিত্রনায়ক ও প্রযোজক অনন্ত জলিলের নতুন সিনেমা ‘দিন: দ্য ডে’। যাতে অনন্তের নায়িকা হিসেবে অভিনয় করেছেন তার স্ত্রী বর্ষা। সিনেমাটির বাজেট ১০০ কোটি টাকার বেশি বলে শুরু থেকে বলে আসছিলেন অনন্ত। এটি মুক্তি পায় দেশের ১০৭টি সিনেমা হলে।

সিনেমাটি মুক্তির পর থেকেই এর প্রচার নিয়ে ব্যস্ত সময় পার করছেন অনন্ত ও বর্ষা। বুধবার (১৩ জুলাই) সন্ধ্যায় সিনেমাটি দেখতে রাজধানীর মিরপুরের সনি সিনেমা হল পরিদর্শনে যান দুই তারকা। সেখানে বর্ষা জানান তিনি পেটে বাচ্চা নিয়ে আড়ালে থাকা নায়িকা না।

অনন্তের সব সিনেমায় তিনিই কেন নায়িকা? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে উল্টো প্রশ্ন ছুঁড়ে দিয়ে বর্ষা বলেন, ‘কী টাইপের নায়িকা আপনাদের পছন্দ? সেই নায়িকা পছন্দ- যারা পেটে সন্তান নিয়ে কিংবা সন্তান প্রসব করে হাইডে (আড়ালে) থাকে? নাকি যারা হেরোইন, ফেনসিডিল, মদ, গাঁজা নিয়ে ধরা পড়ে পুলিশের হেফাজতে থাকে? যেসব নায়িকা বিয়ের শাড়িটাও স্পন্সর নিয়ে পরে তাদের পছন্দ? তাদেরকে অনন্ত জলিলের সঙ্গে মানাবে? আমি সেই গ্রেডের নায়িকা না। আমি আমার জায়গায় আছি।’

এ সময় এই নায়িকা আরও যোগ করেন, ‘আমাদের সিনেমার শো বেশি চলছে। শো বেশি হলে দর্শক বেশি থাকবে এটাই স্বাভাবিক। বাংলাদেশের পুলিশকে আমরা এখানে হাইলাইট করেছি। সিনেমাটি যখন বিদেশে মুক্তি পাবে, তখন সেখানকার দর্শকরা দেখে বলবে- বাহ বাংলাদেশের সরকার, বাংলাদেশের পুলিশ এত বেশি সচেতন।’

এর আগে মঙ্গলবার (১২ জুলাই) সন্ধ্যায় সিনেমাটি দেখতে ঢাকার মধুমিতা সিনেমা হলে যান অনন্ত ও বর্ষা। এদিন সবার সামনে কেঁদে ফেলেন বর্ষা। কান্নাজড়িত কণ্ঠে তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, ‘নেত্রী: দ্য লিডার’ আমরা শুটিং করেছি, হতে পারে এটা শেষ না করতে পারি, এটাই আমাদের জীবনের শেষ সিনেমা। এরপর আমরা আর করব না, যদি মানুষ এভাবে আমাদের ছোট করে গায়ের জোরে ছোট করার চেষ্টা করে। আর কিছু বলতে চাই না।’

উল্লেখ্য, ‘দিন-দ্য ডে’ পরিচালনা করেছেন ইরানি পরিচালক মুর্তজা অতাশ জমজম। বাংলাদেশ ছাড়াও ইরান, তুরস্ক ও আফগানিস্তানে সিনেমাটির শুটিং হয়েছে। এতে অনন্ত-বর্ষা ছাড়াও আছেন ইরান, লেবানন ও বাংলাদেশের কয়েকজন অভিনয়শিল্পী।

Full Video


ভালো লাগলে শেয়ার করুন

এটা দেখেছেন কি? দেখে নিন