করোনায় আক্রান্ত জেসিন্ডা আরডার্ন

করোনায় আক্রান্ত হয়েছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন। শনিবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে তার কার্যালয়।জাসিন্ডা তার অফিসিয়াল ইনস্টাগ্রামেও করোনায় আক্রান্ত হওয়ার খবর দিয়েছেন।

নিউজিল্যান্ড প্রধানমন্ত্রী কার্যালয়ের বিবৃতিতে বলা হয়েছে, স্থানীয় সময় শুক্রবার জেসিন্ডা আরডার্নের শরীরে করোনার লক্ষণ দেখা যায়। এরপর রাতে তিনি করোনায় আক্রান্ত বলে শঙ্কা করা হয়। সকালে র‍্যাপিড অ্যান্টিজেন টেস্টে সেই শঙ্কাই সত্য হয়। কোভিড সংক্রমণ ধরা পড়ে টেস্ট রিপোর্টে।

জাসিন্দা অবশ্য গত রোববার থেকেই আইসোলেশনে রয়েছেন। সেদিন তার সঙ্গী ক্লার্ক গেফোর্ডের করোনা ধরা পড়ে। এবার আক্রান্ত হলেন তিনিও। করোনা পজিটিভ হওয়ায় জেসিন্ডা আরডার্নকে স্থানীয় সময় ২১ মে সকাল পর্যন্ত আইসোলেশনে থাকতে হবে।

সে হিসেবে কার্বন নির্গমন হ্রাস পরিকল্পনা এবং আগামী বৃহস্পতিবারের বাজেট অধিবেশনে উপস্থিত থাকতে পারবেন না জাসিন্দা।

তবে ‘যুক্তরাষ্ট্রে তাঁর বাণিজ্যবিষয়ক সফরসূচি পরিবর্তন হবে না’ বলে এক বিবৃতিতে জানানো হয়।

Full Video


ভালো লাগলে শেয়ার করুন

এটা দেখেছেন কি? দেখে নিন