মালয়েশিয়ার আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। আগামীকাল সোমবার দেশটিতে উদযাপিত হবে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর।
আজ রোববার দেশটির একাধিক সংবাদমাধ্যমে এ তথ্য জানানো হয়।
সংযুক্ত আরব আমিরাতের আকাশেও আজ শাওয়ালের চাঁদ দেখা গেছে। আবুধাবিভিত্তিক সংস্থা ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল সেন্টার (আইএসি) জানিয়েছে, আবুধাবিতে শাওয়ালের চাঁদ দেখা গেছে। সেখানে আগামীকাল ঈদুল ফিতর উদযাপন করা হবে। খালিজ টাইমসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
তবে বাংলাদেশের আকাশে এখনো চাঁদ দেখার খবর পাওয়া যায়নি। আজ সন্ধ্যায় রাজধানীর বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা হচ্ছে। এতে সভাপতিত্ব করছেন জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি ও ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান।