হিজাব না পরে শপিংয়ে গেলে কি রোজা ভাঙবে?

প্রশ্ন: আমি হিজাব পরিধান করি না; এমন অবস্থায় শপিং-এ গিয়েছি। এতে করে কি আমার রমজানের রোজা নষ্ট হয়ে যাবে?
উত্তর: একজন মুসলিম নারী হিজাব পরতে আদিষ্ট। এর আগেও হিজাবের ব্যাপারে আলোচনা করা হয়েছে। সে প্রশ্নোত্তরগুলোতে কয়েকটি বিষয় তুলে ধরা হয়েছে। এর মধ্যে কোনটি ছিল হিজাবের হুকুম বর্ণনা করা তথা হিজাব করা ওয়াজিব।

কোন নারী যদি হিজাব না করেন তাহলে তিনি স্বীয় প্রভুর অবাধ্য হচ্ছেন। কিন্তু তার রোজা সহিহ। কেননা পাপগুলো রোজাকে নষ্ট করে না; হিজাব না-করাও একটি পাপ। তবে পাপ রোজার সওয়াবে ঘাটতি করে এবং হতে পারে পুরো সওয়াবই নষ্ট করে দেয়।

আমার আপনাকে রোজা রাখার পাশাপাশি হিজাব করার আহ্বান জানাচ্ছি। কারণ রোজার উদ্দেশ্য কেবল পানাহার থেকে বিরত থাকা নয়। বরং রোজার উদ্দেশ্য হচ্ছে- হারাম সবকিছু থেকে বিরত রাখা। এ কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: “পানাহার থেকে বিরত থাকা রোজা নয়; বরং অনর্থক ও অশ্লীলতা থেকে বিরত থাকাই রোজা।”[মুস্তাদরাকে হাকিম, আলবানী ‘সহিহুল জামে’ গ্রন্থে (৫৩৭৬) হাদিসটিকে সহিহ বলেছেন]

অতএব আপনার রোজা রাখা যেন আপনাকে আল্লাহ্‌র আনুগত্যের দিকে ধাবিত করে ও নিষেধ থেকে দূরে রাখে। আমরা আল্লাহ্‌র কাছে দোয়া করছি তিনি যেন আপনাকে তার পছন্দনীয় ও সন্তুষ্টিজনক আমলগুলো করার তাওফিক দেন। আমিন।

Full Video


ভালো লাগলে শেয়ার করুন

এটা দেখেছেন কি? দেখে নিন