‘তাসকিনকে ইংল্যান্ডে পাঠানোর চেষ্টা চলছে’


দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ডারবান টেস্টে চোটাক্রান্ত হন দেশের তারকা পেসার তাসকিন আহমেদ। সেই চোটের কারণেই সিরিজের দ্বিতীয় টেস্টে খেলতে পারেননি।

কাঁধে চোট পাওয়া তাসকিনকে উন্নত চিকিৎসার জন্য ইংল্যান্ডে পাঠানোর চেষ্টা চলছে বলে জানান ক্রিকেট বোর্ডের পরিচালক জালাল ইউনুস।

রোববার মিরপুরে ক্রিকেট বোর্ডের অফিসে বাংলাদেশ টিম ম্যানেজমেন্টের সভা থেকে বেরিয়ে ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস জানান, তাসকিনকে ইংল্যান্ডে পাঠানোর চেষ্টা করা হচ্ছে। সেখানকার চিকিৎসকের এপয়েন্টমেন্ট পেলেই তাসকিনকে ইংল্যান্ডে পাঠানো হবে। অন্যদিকে শরিফুলের লাগবে অস্ত্রোপচার।

তাসকিনের মতো তরুণ পেসার শরিফুল ইসলামও দক্ষিণ আফ্রিকা সফরে গিয়ে চোটাক্রান্ত হন। তিনি গোড়ালির সমস্যায় ভুগছেন। যে কারণে অস্ত্রোপচারের প্রয়োজন। কবে সেই অস্ত্রোপচার করানো হবে তার ওপর নির্ভর করছে শরিফুলের মাঠে ফেরা।

তাই শ্রীলংকা সিরিজে তাসকিনের পাশাপাশি শরিফুলকে পাওয়ার সম্ভাবনাও নেই বললেই চলে।

Full Video


ভালো লাগলে শেয়ার করুন

এটা দেখেছেন কি? দেখে নিন