বাংলা নববর্ষ উপলক্ষে নগরীর মাছের বাজারগুলোতে ইলিশের দাম বেড়ে গেছে রাতারাতি। পহেলা বৈশাখের সকালটা যেন জমেই ওঠে না পান্তা ইলিশ না হলে। নগরকেন্দ্রিক ক্রেতাদের চাহিদাকে পুঁজি করে ফায়দা লুটছেন পাইকারি ও খুচরা মাছ ব্যবসায়ীরা। এ কারণে হঠাৎ করেই বেড়ে গেছে ইলিশের দাম। এক রাতের ব্যবধানে এক কেজি ওজনের ইলিশ এক হাজার ৪০০ থেকে এক হাজার ৫০০ টাকায় বিক্রি হচ্ছে। এক কেজি ২০০ গ্রাম ওজনের ইলিশের কেজি এক হাজার ৮০০ থেকে দুই হাজার টাকায় বিক্রি হচ্ছে। ফলে মানভেদে প্রতি কেজিতে দাম বেড়েছে ১৫০ থেকে ২০০ টাকা।
দাম বাড়ার কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন, এখন ইলিশের সিজন না এবং নববর্ষের বাড়তি চাহিদার জন্য দাম বেড়েছে। তবে এ যুক্তি মানতে নারাজ ক্রেতারা।
কারওয়ান বাজারের ইলিশ ব্যবসায়ী মারুফ বলেন, গত বছরের থেকে এবার মাছের আমদানি কম, কিন্তু চাহিদা বেশি। এ জন্য কেজি প্রতি ১৫০ থেকে ২০০ টাকা দাম বেড়েছে। গত বছর করোনা ছিল তাই চাহিদা ছিল না। এবার করোনার তেমন প্রভাব নেই, তাই সবাই টুকটাক করে একটা না একটা ইলিশ কিনছেন। গত বছরের তুলনায় এবছর চাহিদা অনেক বেশি। তাই দামটাও বাড়তি।
শুধু যে বড় ইলিশের দাম বেড়েছে তা নয়। ছোট আকারের ইলিশের দামও চড়া। ৪০০ গ্রাম ওজনের ইলিশের কেজি ৬৫০ টাকা, ৮০০ গ্রাম ওজনের ইলিশের কেজি এক হাজার ১০০ টাকায় বিক্রি হচ্ছে।
কারওয়ান বাজারের আরেক মাছ ব্যবসায়ী শামীম আহমেদ বলেন, বৈশাখে ইলিশের দাম এমনিতেই বাড়তি থাকে। তবে এ বছর ইলিশের চাহিদা বেশি, কিন্তু আমদানি কম। নববর্ষ গেলে তখন কেও ইলিশের দাম জানতেও চাইবে না।