বগুড়ার ছেলে আশরাফুল হোসেন ওরফে হিরো আলম। যাকে নিয়ে আলোচনা করা যায়, কিন্তু তাকে এড়িয়ে যাওয়া যায় না। একাধারে তিনি প্রযোজক, অভিনেতা ও গায়ক। আলোচনা-সমালোচনার তোয়াক্কা না করে আপন মনে কাজ করে যাচ্ছেন।
এবার ওপার বাংলার ভাইরাল শিল্পী রানু মণ্ডলের সঙ্গে একটি দ্বৈত গানে কণ্ঠ দিয়েছেন আশরাফুল আলম ওরফে হিরো আলম। গানটির শিরোনাম ‘তুমি ছাড়া আমি’। হিরো আলমের নতুন সিনেমা ‘বউ জামাইয়ের লড়াই’-এ গানটি ব্যবহার করা হবে।
নতুন গানের বিষয়টি আরটিভি নিউজকে নিশ্চিত করেন হিরো আলম নিজেই। রবিবার (১০ এপ্রিল) দুপুরে কলকাতার স্টুডিও থেকে ফোনকলে বিষয়টি জানান তিনি। বাদামকাকুর সঙ্গে তোলা কয়েকটি স্থিরচিত্রও পাঠিয়েছেন হিরো আলম।
শনিবার (৯ এপ্রিল) সন্ধ্যায় কলকাতার লেকসিটির একটি স্টুডিওতে গানটির রেকর্ডিং করা হয়েছে। এটির কথা লিখেছেন এফ এ প্রীতম। সংগীত পরিচালনা করেছেন মেহেদী বাপন। রেকর্ডিংকরেছেন দেব ও নৃপাংশু শেখর।
প্রসঙ্গত, (৯ এপ্রিল) দুই বাংলার শীর্ষ গণমাধ্যমগুলোতে ‘কাঁচা বাদাম’ খ্যাত কলকাতার ভূবন বাদ্যকরের সঙ্গে তার একটি দ্বৈত গান গাওয়ার খবরও প্রকাশিত হয়।