তার কাছে পর্দা আর সোশ্যাল মিডিয়ার ফারাক অনেকখানি। পর্দায় সাধারণ পোশাকে অভিনয় করলেও অন্তর্জালে নিজেকে মেলে ধরেন খোলস ছাড়িয়ে। প্রতিনিয়ত খোলেমেলা ছবি শেয়ার করে নেটিজেনের নজর নিজের দিকে নিয়ে নেন অবলীলায়। তিনি স্বস্তিকা দত্ত। টালিউডের এই প্রজন্মের অভিনেত্রী।
টিভি সিরিয়ালে ব্যাপক জনপ্রিয়তার পর বড় পর্দায়ও নাম লিখিয়েছেন স্বস্তিকা। তবে এখন কোনো কাজের সূত্রে নয়, অভিনেত্রী খবরের শিরোনাম হয়েছেন ফেসবুকে পোস্ট করা একটি ছবিকে ঘিরে।
বুধবার (৯ ফেব্রুয়ারি) ছবিটি পোস্ট করেন স্বস্তিকা। সেখানে দেখা যায়, ছেঁড়া জিনসের শার্ট পরেছেন তিনি। তবে শার্টের মাত্র একটি বোতাম লাগানো। ফলে তার অন্তর্বাস ও বক্ষ বিভাজিকা বাধাহীন হয়ে দৃশ্যমান। এ নিয়েই অনুসারীদের আপত্তি। নানা রকম আপত্তিকর মন্তব্যে ভরে গেছে ছবিটির কমেন্ট বক্স।
একজন লিখেছেন , ‘এমনিই তো যথেষ্ট সুন্দর। এসব ছবি না দিলেও হয়।’ আরেকজন লিখেছেন, ‘ভদ্র পোশাক নেই? কোথায় কী পোশাক পরতে হয় সেই জ্ঞানটুকুও বোধহয় স্বস্তিকা হারিয়েছেন!’
তারকারা সাধারণত এমন মন্তব্যের জবাবে কিছু বলেন না। তবে স্বস্তিকা চুপ থাকলেন না। তিনি ক্ষোভের সুরে দিলেন জবাব। অভিনেত্রী পাল্টা মন্তব্যে লেখেন, ‘আপনার কথা শুনে মনে হচ্ছে আমি খুব বড় কোনো অপরাধ করে ফেলেছি ছবিটা ফেসবুকে আপলোড করে। এসব ছবি বলতে আপনি ঠিক কী বোঝাতে চাইলেন সেটা আমার কাছে স্পষ্ট হল না। চোখ, কান, নাক, মুখ, হাত, পা-এর মতো ক্লিভেজটাও মানুষের শরীরের একটা অংশ। সুন্দর একটা ছবি তোলা হয়েছে, আমি সেটা শেয়ার করেছি। পছন্দ না হয়, দেখবেন না।’
আরেকটি মন্তব্যের জবাবে স্বস্তিকা লেখেন, ‘কোথায় বিকিনি বা সাঁতারের পোশাক পরতে হয় আর কোথায় ঢাকাই জামদানি, এটা বুঝি বলেই টলিউড ইন্ডাস্ট্রিতে নিজের ধারাবাহিকতা বজায় করে একজন সফল অভিনেত্রী হিসেবে নিজের অভিনয়ের ক্ষমতা দিয়ে কাজ করে চলেছি।’
প্রসঙ্গত, স্বস্তিকাকে সর্বশেষ দেখা গেছে ‘উত্তরণ’ নামের ওয়েব সিরিজে। যেখানে তার সঙ্গে আছেন মধুমিতা ও রাজদীপ গুপ্ত। এটি হইচইতে মুক্তি পেয়েছে।