বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদপ্রার্থী অভিনেতা মিশা সওদাগর ও জায়েদ খানের প্যানেল পরিচিতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে গতকাল রোববার।
রাজধানীর একটি কনভেনশন হলে তাদের প্যানেল পরচিতি হয়ে গেল। এ সভায় মা নেই, বাবা নেই বলে নিজেকে এতিম দাবি করে কেঁদে ফেলেন জায়েদ খান।
জায়েদ খান বলেছেন, সদ্য আমার মা মারা গিয়েছেন। বাবাকেও হারিয়েছি অনেক আগে। আমি এখন এতিম। এই শিল্পী সমিতিই আমার সব। সমিতির সদস্যরাই আমার পরিবার। সিনিয়র শিল্পীরা আমার বাবা-মা।
তিনি আরও বলেন, আমি যে কতটা এতিম এখন, বোঝাতে পারব না। আমার মা মরার আগে বলে গেছেন, তোমার আর বিয়েশাদি লাগবে না। তুমি শিল্পী সমিতি নিয়েই থাকো। শিল্পী সমিতি এখন আমার ভালোবাসার জায়গা হয়ে গেছে, তাই এত শত্রু। যে শিল্পী সমিতিতে আমি এসে দেখেছি নিজের টাকা দিয়ে চা খেতে হয়, সেখানে এখন ২টা কফির মেশিন আছে। এটা মিশা-জায়েদ পরিষদের অবদান। ৩টা ফ্রিজ আছে সমিতিতে, ২১টা লাইট জ্বলে। এসব আমরা করেছি। এত কাজ করে অনেকের চক্ষুশূল হয়ে গেছি।