অনলাইনে আজকাল কতকিছুই কেনাবেচা হয়। তবে স্বামী কিংবা স্ত্রী তো আর কেনাবেচার জিনিস না। তারপরও বিক্রির জন্য স্বামীকে অনলাইনে নিলামে তুলে আলোচনায় এসেছেন এক তরুণী।
নিউজিল্যান্ডে এই ঘটনা ঘটে বলে সংবাদমাধ্যম আইরিশ মিরর এক প্রতিবেদনে জানিয়েছে। আইরিশ মিরর জানায়, বাড়িতে দুই সন্তানের সঙ্গে স্ত্রীকে রেখে গরমের ছুটিতে মাছ ধরতে যাওয়ায় রেগেমেগে এই কাণ্ড করেছেন তিনি। ট্রেড মি নামের একটি ওয়েবসাইটে স্বামী জন ম্যাকঅ্যালিস্টারকে নিলামে তুলেছেন লিন্ডা ম্যাকঅ্যালিস্টার। স্বামীর বর্ণনায় লিখেছেন, ৩৭ বছর বয়সী গরুর খামারি। লিন্ডা আরও লেখেন, জনের আগেও অনেক মালিক ছিল। তবে ঠিকমতো দানাপানি পেলে বর্তমান মালিকের অনুগত থাকবেন তিনি।
জনের বর্ণনায় লিন্ডা আরও লিখেছেন, জনের ঘরের কাজের এখনো কিছু প্রশিক্ষণ দরকার আছে। তবে আমার কাছে এই মুহূর্তে সময় বা ধৈর্য নেই।
এছাড়া কেনার পর ফেরত দেওয়া কিংবা বিনিময় করা যাবে না বলেও জানিয়েছেন তিনি।
এদিকে বন্ধুদের কাছ থেকে ওই নিলামের ব্যাপারে শুনেছেন জন। পুরো ব্যাপারটাকে হেসেই উড়িয়ে দিয়েছেন তিনি।
তবে জন হেসে উড়িয়ে দিলেও ক্রেতারা কিন্তু বিষয়টিকে গুরুত্বের সঙ্গেই নিয়েছেন। জনকে ‘কেনার’ জন্য দামও হেঁকেছেন তারা। ১২ জন এ নিলামে দর হাঁকেন। সর্বোচ্চ দাম উঠে নিউজিল্যান্ডের মুদ্রায় ১০০ টাকা। হবু ক্রেতারা মূলত তাদের হবু স্বামীর ব্যাপারে কৌতুহলী ছিলেন। কেউ কেউ তো মজা করে জনের সঙ্গে নিজেদের স্বামীর বদলও করতে চেয়েছেন।
অবশ্য শর্ত ভঙ্গ করায় ট্রেড মি কর্তৃপক্ষ বিজ্ঞাপনটি সরিয়ে নিয়েছে।