‘নিরীহ মনের বিশ্বাস নিয়ে, শান্তি নিলে ছিনিয়ে আলো খুঁজে না পেয়ে আমি এত একা/ স্তব্ধ হয়ে নদীর স্রোতে আমি আজ ভেসে যাই/ এখন দেখি তোমায়/ কেউ শোনে না হায়/ আমার নেই গান, আমার নেই সুর/ আমি ছায়া/ জানি আমি আজ একা নই/ ধ্বংস করব সব ভয়/ আমি শক্তিমান/ এই আমার অভিযান’ এমন কথামালায় নতুন একটি গান গেয়েছেন সংগীতশিল্পী তাশফী। এই গানের সুরও তাঁর। গানটিতে নিজের অতীত জীবনে ঘটে যাওয়া ভয়াবহ অভিজ্ঞতা থেকে তৈরি হয়েছে বলে জানালেন এই গায়িকা।
‘আলো’ শিরোনামের এই গানটি সম্প্রতি শিল্পীর নিজের ইউটিউবে প্রকাশিত হয়েছে। কথা প্রসঙ্গে তাশফী জানালেন, এক দশক আগে একটি ঘটনায় তাঁকে ভয়াবহ অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে হয়েছিল। এ নিয়ে লম্বা সময় ধরে তিনি মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। সম্প্রতি সেই কষ্টের জীবনের কথাগুলো গানে আর সুরের মধ্য দিয়ে কণ্ঠে ধারণ করেছেন তাশফী।
কথায় কথায় তিনি বললেন, ‘অতীত জীবনে ঘটে যাওয়া কিছু ঘটনায় আমি মানসিকভাবে এতটাই বিপর্যস্ত ছিলাম যে, স্বাভাবিক জীবন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছিল। যেই গান আমার শক্তি–সাহস ও এগিয়ে যাওয়ার প্রেরণা, সই গান করারও সাহস পাচ্ছিলাম না। অনেক চেষ্টার পর সেই কষ্ট দিনের সময়টাকে গানের মাধ্যমে তুলে ধরেছি। কিছুটা হলেও হালকা বোধ করছি।’
তাশফীর মতে, ‘আলো’ গানটি তাঁর জন্য প্রথম একক—যার কথা, সুরে ও গানের চিত্রায়ণে শুধু তাকেই খুঁজে পাওয়া যাবে। আরাফাত কাজীর কথায় তাশফীর সুরে গানটির সংগীতায়োজন করেছেন পশ্চিমবঙ্গের সংগীত পরিচালক সুদীপ্ত পাল। গানের ভিডিওতে মডেল হয়েছেন সারাহ আলম। আর ভিডিওটি নির্মাণ করেছেন ইলাজার ইসলাম। তাশফী বলেন, ‘একজন মানুষ যখন কারও দ্বারা নির্যাতন বা সহিংসতার শিকার হন, অবদমিত হন, তখন তিনিই জানেন তার কেমন লাগে। সে অন্ধকার থেকে অনেকেই তখন আলো খুঁজে পান না। এ গান সেসব মানুষের শক্তি এবং সাহস জোগাবে। তাই এই গানের নাম ‘আলো’। সারা জীবন যত গানই করি, এটি আমার কাছে বিশেষ একটি গান হয়ে থাকবে।’
কথায় কথায় তাশফী এও বললেন, ‘গানটি প্রকাশের পর থেকেই পরিচিত–অপরিচিত সবার কাছ থেকে ভীষণ ইতিবাচক প্রতিক্রিয়া পাচ্ছেন। এমন সব প্রতিক্রিয়ায় তিনি বেশ উৎসাহবোধ করছেন বলে জানালেন।