চোখের আবেদন বাড়ায় আই মেকআপ। তবে আই মেকআপ তো আছে অনেক ধরনের। তাই আপনাকেই বুঝতে হবে কোন মেকআপটি আপনার চোখে আনবে ক্লাসিক লুক। বলা হয় চোখের জন্য সবচেয়ে জাঁকজমক মেকআপ হলো আইলাইনার। সময়ের সঙ্গে যেহেতু ফ্যাশনও পরিবর্তন হয়, তাই চোখে আইলাইনার দেওয়ার ধরনেও আসে পরিবর্তন। আর ফ্যাশনজগতে খুব ট্রেন্ডি একটি ধরন হলো কিটেন আইলাইনার।
এ বছরের শুরুতে নির্দিষ্ট ধরনের কিছু আই মেকআপ খুব প্রচলিত ছিল, যার মধ্যে একটি ছিল স্মোকি আইলাইনার। বছরের শেষের দিকে আসতে আসতে টেনে আইলাইনার দেওয়া বা উইং আইলাইনার ট্রেন্ড ফ্যাশনে জায়গা করে নেয়। তবে তা ক্যাটস আই স্টাইলের আইলাইনার নয়। এই স্টাইলকে পিছনে ফেলে কিছুটা আটপৌরে বা ক্যাজুয়াল কিটেন আইলাইনার সময়োপযোগী। এখন নো মেকআপ মেকআপ লুক ট্রেন্ডি। সেটার সঙ্গে সবচেয়ে বেশি মানানসই ন্যাচারাল কিটেন আই।
অনেকেই ক্যাটস আইলাইনার ও কিটেন আইলাইনারকে এক করে ফেলেন। কিন্তু কিটেন আইলাইনারকে ক্যাটস আইলাইনারের সূক্ষ্ম ও মসৃণ সংস্করণ বলা হয়। কিটেন আইলাইনার এতটা জনপ্রিয়তা পাওয়ার একটি অন্যতম কারণ এটি ব্যবহার করা খুব সহজ। এ ছাড়া খুব চিকন করে দেওয়া হয় বলে আইলাইনার পরিমাণ কম লাগে, আবার চট করে তুলে ফেলাও সহজ। মেকআপে প্রাকৃতিক লুক রাখতে কিটেন আইলাইনার একেবারেই যথাযথ।
কিটেন আইলাইনারে সঠিক লুক পেতে ব্যবহারের সহজ চারটি ধাপ জানতে হবে। অনেকেই চোখের জন্য পেনসিল বা জেল ঘরানার আইলাইনার ব্যবহার পছন্দ করেন। কিন্তু কিটেন আইলাইনার দেওয়ার জন্য চিকন তরল লাইনারই সবচেয়ে ভালো। এতে উইং করা বা চোখের পাশে টেনে দেওয়া যায়।
লাইন টানা
প্রথমে বাম হাত দিয়ে ভ্রুর দিক দিয়ে চোখের পাতা ওপরের দিকে হালকাভাবে টেনে ধরতে হবে। লাইন ঠিক রাখার সবচেয়ে সহজ উপায় হলো এটি। তবে লাইন টানতে হবে চোখের বাম দিক থেকে ডান দিকে। চোখের কোনা থেকে পাপড়ির ঘেঁষেই আইলাইনার টানুন, যা হতে হবে একেবারেই চিকন।
লাইনের মাপ ঠিক রাখা
চোখে আইলাইনার দেওয়ার সময়ে দাগ একই রকম চিকন ও লম্বাও ঠিক রাখতে হবে। কোনো ভুল হলে মাইসেলার ওয়াটার দিয়ে মুছে নিতে হবে। এতে চোখের পাশ কালো হয়ে যাবে না।
কনসিলার ব্যবহার
চোখের কোনা থেকে আইলাইনার চিকন ও সমান করতে লাইন টানার পর কনসিলার ব্যবহার করা যায়। এতে লাইন পুরোপুরি চিকন ও নিখুঁত হবে। সে ক্ষেত্রে স্টিক কনসিলার ব্যবহার করা সবচেয়ে ভালো।