দেখে নিন কারা চূড়ান্ত করল বিশ্বকাপ

কাতার ২০২২ বিশ্বকাপের টিকিট চূড়ান্ত করল আর্জেন্টিনা ব্রাজিলসহ মোট ১৩টি দল। এখনও বাকি ১৯টি দল। সামনের জানুয়ারি ও মার্চের বাছাইপর্বে বাকি দলগুলো নির্ধারিত হয়ে যাবে।

১৩ দলের মধ্যে আয়োজক হিসেবে খেলবে কাতার। ইউরোপ থেকে চূড়ান্ত হয়েছে ১০ দল ও দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে জায়গা করে নিয়েছে দুই দল।

ইউরোপ থেকে বিশ্বকাপ নিশ্চিত করে ফেলা দলগুলোর মধ্যে রয়েছে জার্মানি, ফ্রান্স, ডেনমার্ক, সার্বিয়া, ক্রোয়েশিয়া, নেদারল্যান্ডস, বেলজিয়াম, ইংল্যান্ড, সুইজারল্যান্ড ও স্পেন।

ইউরোপে আর বাকি রয়েছে ৩টি স্পট। এই ৩টি জায়গার জন্য প্লে-অফে খেলবে ১২টি দল। ক্রিস্টিয়ানো রোনালডোর পর্তুগাল, ইউরো চ্যাম্পিয়ন ইতালি ও রবার্ট লেওয়ানডোভস্কির পোল্যান্ড সবাই আছে প্লে-অফে।

দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে ব্রাজিল ও আর্জেন্টিনার পর এ অঞ্চল থেকে আরও দুটি দল সরাসরি বিশ্বকাপে খেলবে। একটি দলকে খেলতে হবে ওশেনিয়া অঞ্চলের শীর্ষ দলের সঙ্গে প্লে-অফ।

এখনও আফ্রিকা, উত্তর ও মধ্য আমেরিকা, এশিয়া ও ওশেনিয়া অঞ্চল থেকে কোনো দল চূড়ান্ত হয়নি।

আফ্রিকায় কোয়ালিফাইং দৌড়ে এগিয়ে আছে নিজ নিজ গ্রুপ চ্যাম্পিয়নরা। আলজেরিয়া, ক্যামেরুন, ঘানা, সেনেগাল, কঙ্গো, নাইজেরিয়া, মিশর, তিউনিশিয়া ও মরক্কো।

Full Video


ভালো লাগলে শেয়ার করুন

এটা দেখেছেন কি? দেখে নিন