বাংলাদেশ সফরে এসে পাকিস্তানি পতাকা নিয়ে প্র্যাকটিস করায় পাকিস্তান ক্রিকেট দলকে তাদের জাতীয় পতাকাসহ দেশে ফেরত পাঠানো উচিত বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান।
তিনি মঙ্গলবার রাতে চট্টগ্রাম নগরীর জামাল খান এলাকাস্থ সৃজনশীল বই বিপণি কেন্দ্র বাতিঘর পরিদর্শনে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন।
তথ্য প্রতিমন্ত্রী এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, জাতীর পিতার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নানা উদ্যোগ ও অনুপ্রেরণায় দেশের ক্রিকেট আজ অনন্য উচ্চতায় ঠাঁই করে নিয়েছে। দেশে যখন মুজিব জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন করা হচ্ছে তখন পাকিস্তান ক্রিকেট দলের তাদের জাতীয় পতাকা লাগিয়ে প্র্যাকটিস আমাদের চেতনায় আঘাত ও হৃদয়ে রক্তক্ষরণ ঘটিয়েছে। এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এটা আমার ব্যক্তিগত অভিমত। পাকিস্তান ক্রিকেট দলকে তাদের জাতীয় পতাকাসহ তাদের দেশে ফেরত পাঠানো হোক।
এ সময় চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদসহ চট্টগ্রামে কর্মরত বেশ ক’জন গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।