বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ৭ উইকেটে ১৪৭ রানে আটকে গেছে বাংলাদেশ। এদিন রানের দেখা পেয়েছেন সৌম্য সরকার। তবে ব্যর্থ মুশফিকুর রহিম, লিটন দাস, নাইম শেখ, আফিফ হোসেন ধ্রুব, শামীম হোসেন পাটোয়ারী। ব্যাটিংয়ে কারও কাছ থেকেই ভালো একটা ইনিংস পাওয়া যায়নি।
আবুধাবির টলারেন্স ওভালে টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করে বাংলাদেশ। লিটন দাস আর নাইম শেখ উদ্বোধনী জুটিতে করেন ৩১ রান। ১৬ রান করে আউট হন লিটন। এরপর ১৯ বলে মাত্র ১১ রান করে সাজঘরে ফেরন নাইম।
ব্যাট করেতে নেমে অভিজ্ঞ মুশফিকুর রহিম আর আফিফ হোসেন ধ্রুবও ব্যর্থ হন। মুশফিক ১৩ আর আফিফ ১১ রান করে আউট হন। সৌম্য সরকার দুই ছক্কা হাঁকিয়ে দারুণ কিছুর ইঙ্গিত দিয়েছিল। তিনি ২৬ বলে ১ বাউন্ডারি আর ২ ছক্কায় ৩৪ রান করেন সৌম্য।
এরপর দুষ্মন্ত চামিরার করা ইনিংসের ১৮তম ওভারে টানা দুই বলে সাজঘরে ফেরেন শামীম হোসেন পাটোয়ারী আর নুরুল হাসান সোহান।
শেষদিকে শেখ মাহেদি হাসানের ১৬ আর তাসকিন আহমেদের ৪ বলে ৪ রানে ১৪৭ রানের সংগ্রহ করে বাংলাদেশ।
শ্রীলঙ্কার বোলার দুষ্মন্ত চামিরা ১৭ রান দিয়ে শিকার করেন ৩ উইকেট।