তারকাদের হাতে কেন কালো পানির বোতল?

হাতে কালো পানির বোতল নিয়ে বলিউড তারকাদের ক্যামেরায় পোজ । যা দেখে চিন্তায় নেটিজেনরা। মনে প্রশ্ন, কেন তারকারা কালো পানি পান করেন? এটা কি কেবল পান করার জন্যই রাখেন? নাকি অন্য কোনো উদ্দেশ্য। এসব প্রশ্নই এখন নেটিজনদের মনে।

এই পানির নাম ‘ব্ল্যাক অ্যাল্কালাইন ওয়াটার’। তবে এই পানি কেবল পিপাসায় মেটায় না, শরীরের বিভিন্ন উপকার করে কালো পানি। সাধারণ পানি আর এই বিশেষ পানির মধ্যে রয়েছে আকাশ-পাতাল তফাৎ। যেমন গুণে, তেমনি দামেও। এতে রয়েছে ৭০টি প্রাকৃতিক খনিজ উপাদান। যা স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী। তাই তারকারা তাদের শরীর ও মনকে চাঙ্গা রাখতে পান করেন কালো পানি।

বেশ কিছু ব্র্যান্ডের ব্ল্যাক অ্যাল্কালাইন ওয়াটার রয়েছে। যার প্রতি লিটার ৩ থেকে ৪ হাজার রুপি!

কালো পানি হাতে সর্বপ্রথম দেখা গিয়েছে ক্রিকেট তারকা বিরাট কোহলিকে। তবে এই পানির ইস্যু সম্প্রতি বেশি আলোচিত হয়েছে শাহরুখ খানের স্ত্রী গৌরী খানের সুবাদে। তিনিও ব্ল্যাক ওয়াটার হাতে ক্যামেরাবন্দি হয়েছেন। এরপরই পানিটি নিয়ে আলোচনার ঝড় ওঠে।

এক এক করে প্রকাশ্যে আসে অন্য তারকাদের ছবিও। আইটেম গার্ল মালাইকা আরোরা প্রায়ই জিমে যাওয়া-আসার সময় ব্ল্যাক ওয়াটার হাতে ক্যামেরায় পোজ দেন।

কালো পানি হাতে নিয়েছেন আনুশকাও। নিজেকে সুস্থ রাখার জন্য নিয়মিত এই পানি পান করেন তিনি। বলিউডের অন্যতম অভিনেত্রী উর্বশী রাউতেলার সৌন্দর্য্যের পেছনেও রয়েছে কালো পানির ভূমিকা। নিজেকে ফিট ও গ্ল্যামারাস রাখতে ব্ল্যাক ওয়াটার পান করেন তিনি।

এদিকে তারকাদের হাতে থাকা কালো পানির বোতলের ডিজাইন ও নাম একই। এ থেকে আবার অনেকে ধারণা করছেন, তারকারা এই পানির বোতল হাতে রাখেন মূলত প্রচারের জন্যই। যেটার জন্য তারা অর্থ পান। কারণ কালো পানির বোতল হাতে যে’কজন তারকার ছবি ছড়িয়েছে নেট দুনিয়ায়, সবগুলোতেই পানির বোতলের নামটি তারা কৌশলে ক্যামেরার দিকে রেখেছেন। যার ফলে কোম্পানির নামটি স্পষ্ট দৃশ্যমান।

Full Video


ভালো লাগলে শেয়ার করুন

এটা দেখেছেন কি? দেখে নিন