এবার একক নাটকে মৌ রহমান

একজন ফ্যাশন ডিজাইনার হিসেবে মিডিয়ায় কাজ শুরু করেছিলেন মৌ রহমান। কিন্তু পরবর্তীতে মডেলিং হয়ে অভিনয়েও নাম লেখান তিনি। অভিনয় ও মডেলিংয়ে সফলতার সঙ্গেই কাজ করছেন তিনি। এর আগে চ্যানেল আইয়ের ‘সাত ভাই চম্পা’ ও ‘শান্তিপুরীতে অশান্তি’ নামের ধারাবাহিক নাটক দুটিতে অভিনয় করে প্রশংসিত হন তিনি।

এবার একক নাটকে অভিনয় করবেন মৌ রহমান। মাহমুদ নিয়াজ চন্দ্রদীপের পরিচালনায় তিনটি নাটকে অভিনয় করবেন তিনি। এগুলোর নাম ‘তোকে নিয়ে স্বপ্নবুনি’, ‘রহস্যময় প্রেমিক’ ও ‘ ম্যাজিক ম্যান’। শিগগিরই নাটকগুলোর শুটিং শুরু হবে।

এ প্রসঙ্গে মৌ রহমান বলেন, ‘মিডিয়ায় কাজ করার শুরুতে অভিনয়ের দিকে তেমন ঝোঁক ছিল না আমার। তবে দুটি ধারাবাহিক নাটকে অভিনয় করার পর থেকে অভিনয়ে আগ্রহ পাচ্ছি। যে তিনটি একক নাটকে অভিনয় করব তার প্রতিটিতেই আমি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করব। আশা করছি নাটকগুলো উপভোগ্য হবে।’ এদিকে ফ্যাশন হাউসের কাজের পাশাপাশি টিভি বিজ্ঞাপনেও তাকে নিয়মিত দেখা যায়। সব মিলিয়ে ক্যারিয়ারের সুসময় অতিক্রম করছেন তিনি।

Full Video


ভালো লাগলে শেয়ার করুন

এটা দেখেছেন কি? দেখে নিন