আসছে অ্যামাজনের নতুন হার্ডওয়্যার

ই-কমার্স জায়ান্ট অ্যামাজন আগামী ২৮ সেপ্টেম্বর হার্ডওয়্যার বিষয়ক অনুষ্ঠানের আয়োজন করেছে। ওই অনুষ্ঠানে জনপ্রিয় ই-কমার্স প্রতিষ্ঠানটির নতুন হার্ডওয়্যার পণ্য উন্মোচিত হবে। সংবাদমাধ্যমে পাঠানো আমন্ত্রণপত্রে নতুন ডিভাইস, ফিচার এবং সেবা সম্পর্কিত খবর প্রকাশের প্রতিশ্র“তি দিয়েছে অ্যামাজন। এর বাইরে অবশ্য আর কোনো তথ্য প্রকাশ করেনি প্রতিষ্ঠানটি। তবে মনে করা হচ্ছে, গত বছর যেমন নতুন পণ্য উšে§াচিত হয়েছিল তেমনই বেশকিছু পণ্য এবারও দেখা যেতে পারে।

২০২০ সালে অ্যামাজন নতুন ইকো স্পিকার, লুনা গেমিং সেবা, ওয়াইফাই ৬ সংবলিত ইরো মেশ রাউটার এবং ফায়ার টিভি ডিভাউসের ঘোষণা দিয়েছিল। সেই সময় রিংয়ের ইনডোর সিকিউরিটি ড্রোন দেখানো হলেও সেটি আজও আলোর মুখ দেখেনি। শারীরিক উপস্থিতির এই অনুষ্ঠানের কোনো অনলাইন লাইভ স্ট্রিমিং করছে না অ্যামাজন। ফলে কী কী নতুন পণ্য বা সেবা আসছে সেটি জানতে সংবাদমাধ্যম ও অ্যামাজনের বিভিন্ন সূত্রের ওপর নির্ভর করতে হবে প্রযুক্তিবিশ্বকে।

Full Video


ভালো লাগলে শেয়ার করুন

এটা দেখেছেন কি? দেখে নিন