ইউনিকোড ১৪.০ গত বছর আসার কথা থাকলেও আপডেটটি এসেছে এ বছর। এ তালিকায় যোগ হয়েছে আরও নতুন ৩৭টি ইমোজি। এখন নতুনসহ সবমিলিয়ে ৮৩৮টি ক্যারেক্টার চোখে পড়বে বলে উঠে এসেছে প্রতিবেদনে। চলতি বছরের শেষ বা ২০২২ নাগাদ সবার ডিভাইসে চলে আসবে নতুন ইমোজিগুলো। এক প্রতিবেদন বলছে, জুলাইয়ে ইউনিকোড কনসোর্টিয়ামের চূড়ান্ত বিবেচনা তালিকায় যে কয়টি ইমোজি ছিল, সবই যোগ হয়েছে নতুন তালিকায়। ফলে ‘বিনস’, ‘ট্রোলস’, ‘মিরর বল’ এবং ‘মেল্টিং ফেইস’-এর মতো ইমোজিগুলোর দেখা পাচ্ছেন ব্যবহারকারীরা।
ইউনিকোড ১৪.০ সংস্করণের চূড়ান্ত তালিকায় ঠাঁই পাওয়া ইমোজির মধ্যে বিদ্যমান ‘প্রিন্সেস অ্যান্ড প্রিন্স’ ইমোজির বিকল্প আসছে। এ ছাড়াও ১৫টি ভিন্ন ধরনের ‘স্কিন টোন’-এর হ্যান্ডশেক আসছে। এ ছাড়াও দেখা মিলতে পারে ‘প্রেগন্যান্ট ম্যান’ এবং ‘প্রেগন্যান্ট পারসন’ ইমোজির। ইমোজি রেফারেন্স সাইট ইমোজিপিডিয়া প্রায় সব ইমোজিকে একটি একক ছবিতে প্রকাশ করেছিল। ইউনিকোড কনসোর্টিয়াম ইমোজির মানদণ্ড বিবেচনা করে এবং নতুন ইমোজি প্রকাশের দায়িত্ব পালন করে থাকে।