জীবনের ঝুঁকি নিয়ে বিষধর সাপ উদ্ধারের কাজ করেন অনেকেই। সাপ উদ্ধারের মতো সাহসি দৃশ্য হরহামেশা দেখা যায়। বিশেষ করে ইউটিউব এবং সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে এ ধরনের ভিডিও ব্যাপকহারে জনপ্রিয়।
এবার অবশ্য সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে ব্যতিক্রমধর্মী একটি ভিডিও। ভিডিওটি দেখে নেটিজেনদের বেশিরভাগই আঁতকে উঠেছেন। কারণ, সাপটি ছিল কিং কোবরা। এর লেজ ধরে টান দিতেই উদ্ধারকারীর সামনে ফোঁস করে উঠেছে সাপটি। যা দেখে রীতি মতো ভিমড়ি খেয়েছেন সাপ উদ্ধার করতে যাওয়া সেই ব্যক্তি।
ভিডিওতে দেখা যায়, এক ব্যক্তি কিং কোবরার লেজ ধরে বাথরুমের ভেতর থেকে বাইরে নিয়ে আসার চেষ্টা করছেন। সেই মুহূর্তে যে কারো মনে হতেই পারে সাপটি খুব একটা বড় নয়। কিন্তু মুহূর্তের ভেতরেই সাপটি বিশালাকার ফণা তুলে তেড়ে আসে। এতে ভয়ে লেজ ছেড়ে পিছনে সরে যান ওই ব্যক্তি।
তবে সৌভাগ্যবশত লেজ ধরে রাখা ব্যক্তি ছোবল থেকে রক্ষা পেয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে, সে দেশের কর্ণাটকে ঘটনাটি ঘটেছে। সাপ উদ্ধার করতে যাওয়া ব্যক্তির নাম অশোক।
সাপ ধরার ব্যাপারে অশোকের দীর্ঘদিনের অভিজ্ঞতা রয়েছে। তবে কিং কোবরা ধরতে গিয়ে প্রাণের ঝুঁকিতে পড়ে গিয়েছিলেন তিনি।