মসজিদে লাইকি ভিডিওর নির্মাতা আটক

কুমিল্লার দাউদকান্দি উপজেলার মডেল মসজিদ ও ইসলামী সেন্টারের সামনে বিভিন্ন ধরনের ভিডিও ধারণ করে ধর্মীয় অনুভূতিতে আঘাত করার অপরাধে লাইকি ভিডিও নির্মাতাকে আটক করেছে কুমিল্লা জেলা ডিবি পুলিশ।

রোববার সকালে কুমিল্লা জেলা পুলিশ সুপার ফারুক আহমেদ সাংবাদ সম্মেলনে সাংবাদিকদের জানান, গত ২১ জুলাই দাউদকান্দি মডেল মসজিদ কমপাউন্ডে এক তরুণীসহ বিভিন্ন ভিডিও ধারণ করে লাইকি আইডির মাধ্যমে ফেসবুকে আপলোড করে।

ভিডিওটি প্রচারের পর থেকে মসজিদের পবিত্রতা রক্ষাসহ সাধারণ মুসল্লিদের মধ্যে আসন্তোষ সৃষ্টি হয়। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে নেটিজেনদের মাঝে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়।

এ ঘটনায় শনিবার মধ্যরাতে ডিবি পুলিশের একটি দল জেলার দেবিদ্বার উপজেলার ভিংলাবাড়ী এলাকা থেকে অভিযুক্ত ইয়াছিনকে আটক করে। অভিযুক্তদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানায় পুলিশ।

Full Video


ভালো লাগলে শেয়ার করুন

এটা দেখেছেন কি? দেখে নিন