বার্সেলোনার জনপ্রিয়তার মূল ম্যাজিক যে লিওনেল মেসিই ছিলেন তা ক্রমে প্রমাণ হতে শুরু করেছে। দীর্ঘ ২১ বছরের সম্পর্ক ছিন্ন করে আর্জেন্টাইন সুপারস্টারকে আসতে হয়েছে ফ্রান্সের পিএসজিতে।
পিএসজির সঙ্গে আনুষ্ঠানিক ভাবে দু’বছরের চুক্তি হয়েছে মেসির। সবরকম সুযোগসুবিধাসহ বার্ষিক ৩০৫ কোটি টাকারও বেশি আয় করবেন মেসি। কিন্তু বার্সার হয়ে শেষ সাংবাদিক বৈঠকে মেসি কাঁদতে কাঁদতে বলেছিলেন যে, বার্সায় থাকার জন্য সবরকম চেষ্টা করেছিলেন তিনি।
বার্সাকে শেষ বিদায় জানানোর সময় সংবাদ সম্মেলনে অঝোরে কেঁদেছিলেন বর্তমান সময়ের সেরা এই ফুটবলার। সে সময় তার দিকে টিস্যু এগিয়ে দিয়েছিলেন তার স্ত্রী। মেসির চোখের পানি মোছা সেদিনের সেই টিস্যুটি বিক্রি হতে চলেছে অবিশ্বাস্য দামে। মেসির চোখের পানি মোছা সেই টিস্যু এখন মহা মূল্যবান! টিস্যুটি সংগ্রহ করে ফেয়ারওয়েল বৈঠকে হাজির থাকা এক ব্যক্তি। তারপর নিলামের জন্য ওয়েবসাইটে বিজ্ঞপ্তি দেন। পরে সেটির দাম ওঠে ১ মিলিয়ন ডলার, যা বাংলাদেশি টাকায় প্রায় ৮ কোটি ৪০ লক্ষ টাকার কাছাকাছি।
বিজ্ঞাপন দেখে চোখ টানে প্লে বয় মডেল লুয়ানা স্যানডিয়েনের। বার্সেলোনার ডাই-হার্ড ফ্যান ইতোমধ্যে প্রায় প্রায় পাঁচ কোটি ১২ লাখ টাকা দর দিয়েছেন ওই রুমালের জন্য। এক সাক্ষাৎকারে লুয়ানা বলেন, “আমি মেসির চোখের জল মোছা রুমালের জন্য বিজ্ঞাপনে দেওয়া দামের অর্ধেক দর দিয়েছিলাম। ৬০০,০০০ ডলারে (বাংলাদেশি টাকায় প্রায় পাঁচ কোটি ১২ লাখ টাকা) নিতে চেয়েছিলাম। কিন্তু বিজ্ঞাপনটি তারপর হারিয়ে যায়। আমার মনে হয়েছে আমিই সবচেয়ে বেশি দর দিয়েছিলাম। বুঝতে পারছি না যে, কেউ ওই রুমাল কিনে নিয়েছে কি না!”
ব্রিটিশ সংবাদপত্র দ্য সান জানিয়েছে যে, লুয়ানা ওই রুমালটি হাতে নিয়ে নগ্ন হয়ে ছবি তুলতে চান। তিনি ওই রুমালের জন্য মরিয়া।
২৭ বছরের ব্রাজিলিয়ান লুয়ানা থাকেন বার্সেলোনায়। মেসির বড় ভক্ত তিনি।