দিনের একটা বড় অংশ অফিসে কাটাতে হয় চাকরিজীবীদের। তাই কাজের বাইরেও সহকর্মীদের সুসম্পর্ক গড়ে ওঠে অনেকের। তবে সহকর্মীর গায়ে মজার ছলে পানি ফেলায় জীবনটাই খোয়াতে বসেছিলেন এই ব্যক্তি।
কারণ পানি ফেলার ‘অপরাধে’ ক্ষেপে গিয়ে ছুরিকাঘাতে তাকে মেরেই ফেলতে চেয়েছিলেন সহকর্মী।
সংযুক্ত আরব আমিরাতের আজমান শিল্প এলাকায় একটি কার ওয়াশ স্টেশনে এই ঘটনা ঘটে। সহকর্মীকে হত্যাচেষ্টার দায়ে ৩৮ বছর বয়সী ওই ব্যক্তিকে ৫ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।
গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনার দিন মজার ছলে সহকর্মীর গায়ে পানি ছুড়েছিলেন ওই ব্যক্তি। এ নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। পরে তা হাতাহাতিতে রূপ নেয়। উপস্থিত অন্যরা তাদের থামায়। এরপর যে ব্যক্তির গায়ে পানি ফেলা হয়েছিল তিনি ঘর থেকে ছুরি নিয়ে এসে ওই সহকর্মীকে উপর্যুপরি ছুরিকাঘাত করেন।
পরে কার ওয়াশ স্টেশনে থেকে ফোন পেয়ে পুলিশ আহত ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যায়।