সিরাজগঞ্জে যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। পানি বাড়ার সঙ্গে সাথে প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। ইতোমধ্যেই জেলার চারটি উপজেলার নিম্নাঞ্চল ও চরাঞ্চলের অন্তত ১৫ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।
গেল ২৪ ঘণ্টায় ২৪ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে রোববার (১৫ আগস্ট) সকালে যমুনা নদীর পানি সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধ পয়েন্টে বিপদসীমার ১৭৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড সিরাজগঞ্জের গেজ রিডার আব্দুল লতিফ আরটিভি নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে ইতোমধ্যেই বন্যা কবলিত হয়ে পড়েছে জেলার কাজিপুর, সদর, চৌহালী ও শাহজাদপুর উপজেলার নিম্নাঞ্চল ও চরাঞ্চলের মানুষ। এ সমস্ত এলাকার অন্তত ১৫ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। বসত-বাড়িতে পানি ওঠায় বিপাকে পড়েছেন বন্যা কবলিতরা।
বন্যার পানিতে প্লাবিত হয়ে এই চারটি উপজেলার অন্তত ৫’শ একর ফসলি জমি তলিয়ে যাওয়ায় পাট, তিল, বীজতলা ও সবজিবাগান নষ্ট হয়েছে।
![](https://www.onews24.com/wp-content/uploads/2024/05/Download_.gif)