নায়িকা হিসেবে রাতারাতি তারকা বনে যান পরীমণি। অঢেল টাকা আর অভিজাত জীবন যেন স্বেচ্ছায় ধরা দেয় তার হাতে। দামি গাড়ি, কোটি টাকার ফ্ল্যাট, মূল্যবান অলঙ্কার কি নেই তার? এছাড়াও কয়েকটি ব্যাংকে মোটা অঙ্কের টাকা রয়েছে এই নায়িকার। তার এত সম্পদের উৎস কী? সুনির্দিষ্ট অভিযোগ পেলে পরীর আয়-ব্যয় ও সম্পদের বিষয়ে তদন্ত করবে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুদকের কমিশনার (তদন্ত ও অনুসন্ধান) ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব ড. মো. মোজাম্মেল হক খান বলেন, ‘আমরা সবার মতো পরীমণির সৌন্দর্য দেখে ঝাঁপিয়ে পড়বো না। এটা দুদকের কাজও নয়। কেউ যদি তার বিরুদ্ধে সুনির্দিষ্টভাবে কোনো অভিযোগ করেন তাহলে আমরা তদন্ত করে দেখতে পারি।’
তিনি আরও বলেন, ‘এখন পর্যন্ত পরীমণি সম্পর্কে যা জেনেছি তার সবই ক্রিমিনাল অফেন্স। পুলিশ আছে, র্যাব আছে তারা ব্যবস্থা নিচ্ছে। দুদক সারাদেশের সবকিছু নিয়ে কাজ করবে না। দুদকের কাজের কিছু নির্দিষ্ট ধরণ আছে, নীতি আছে।’
প্রসঙ্গত, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় আলোচিত চিত্রনায়িকা পরীমণির ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এর আগে গেলো বুধবার (৪ আগস্ট) রাজধানীর বনানী থেকে মাদকসহ তাকে আটক করে র্যাব। পরীমণির মামলাটি সিআইডির কাছে হস্তান্তর করা হয়েছে।