চট্টগ্রামের চন্দনাইশ উপজেলা থেকে মানুষের একটি কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৬ আগস্ট) বিকেলে উপজেলার বরকল ইউনিয়নের সূচিয়া পাঠানদণ্ডী বড়পুল এলাকার একটি জলাশয় থেকে কঙ্কালটি উদ্ধার করা হয়।তবে কঙ্কালটি কার তা এখনও নিশ্চিত করতে পারেনি পুলিশ। সেটি নিশ্চিত করতে কঙ্কালটি ময়নাতদন্ত ও ডিএনএ পরীক্ষার জন্য চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হবে বলে জানা যায়।
স্থানীয়রা জানায়, শুক্রবার দুপুরে জলাশয়ের কচুরিপানা পরিস্কার করতে যায় কিছু লোক। এসময় স্থানীয় কাঠমিস্ত্রি শ্যামল সূত্রধর চৌধুরী কঙ্কালটি দেখতে পায়। খবরটি জানাজানি হলে উৎসুক মানুষ দেখতে ভিড় করে। পরে স্থানীয় ইউপি চেয়ারম্যানকে খবর দেন এলাকাবাসী।
খবর পেয়ে চন্দনাইশ থানার ওসি মো. নাসির উদ্দিন সরকার, তদন্ত ওসি মো. মজনু মিয়া ও এস আই শ্রী অজয় চক্রবর্তী ঘটনাস্থলে যান। পরে সেটি উদ্ধার করে থানায় নিয়ে আসেন।
চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. মজনু মিয়া বলেন, কঙ্কালটি উদ্ধার করা হয়েছে। ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পরবর্তীতে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে। তবে আমরা এখন বলতে পারছি না কঙ্কালটি কার।