গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ১৪ জনের মৃত্যু হয়েছে।এদের মধ্যে রাজশাহীর চারজন, নাটোরের চারজন, নওগাঁর তিনজন এবং চাঁপাইনবাবগঞ্জ, কুষ্টিয়া ও চুয়াডাঙ্গার একজন করে রয়েছেন।
মৃতদের মধ্যে চারজন করোনা পজিটিভ হয়ে, আটজন উপসর্গ নিয়ে এবং দুজন করোনা নেগেটিভ হওয়ার পর মারা যান।
হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী আজ বুধবার সকালে এসব তথ্য নিশ্চিত করেন।
পরিচালক আরও জানান, গত ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে নতুন রোগী ভর্তি হয়েছে ৪৮ জন। এ নিয়ে করোনা বিশেষায়িত ৫১৩ বেডের বিপরীতে রোগী ভর্তি আছে ৪০২ জন।